শিরোনাম
৩০ ডিসেম্বর, ২০১৮ ১৩:৫৫

এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি: পার্থ

অনলাইন ডেস্ক

এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি: পার্থ

ফাইল ছবি

ছোট ছোট কারণ দেখিয়ে তার পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ঢাকা-১৭ আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

রবিবার রাজধানীর বারিধারা ডিপ্লোম্যাটিক জোনের বারিধারা কসমোপলিটন ক্লাব কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

পার্থ বলেন, ''অনেকেই চায় না আমি জাতীয় সংসদে যাই। মনোনয়নপত্র জমা দেওয়ার দিন থেকে শুরু হয়েছে আমাদের উপর নির্যাতন। পোস্টার লাগাতে দেয়নি, প্রচার করতে দেয়নি। নেতাকর্মীদের বাসায় রেখে গাড়িতে করে বাসায় পৌঁছে দেওয়া হয়েছে।'' 

তিনি আরও বলেন, ''আমি প্রথম যে দিন মিটিং করতে গেলাম সেখান থেকে ১০-১২ জনকে গ্রেফতার করা হলো। এভাবে প্রতিদিনই ১০-১১ জন করে গ্রেফতার করা হয়েছে। দলীয় সরকারের অধীনে যে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে সম্ভব না সেটা শুধু ভোটের দিন নয়, প্রচারণা শুরুর প্রথম দিন থেকে প্রমাণ হয়েছে।''

বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর