শিরোনাম
৩০ ডিসেম্বর, ২০১৮ ১৫:৩৬
বরিশাল জেলার ৬টি সংসদীয় আসন

সব কেন্দ্রে আওয়ামী লীগের সরব উপস্থিতি , কোথাও নেই বিএনপি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

সব কেন্দ্রে আওয়ামী লীগের সরব উপস্থিতি , কোথাও নেই বিএনপি

সকাল সোয়া ৯টার বরিশাল-১ আসনের আগৈলঝাড়া উপজেলার শেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ।

বরিশাল জেলার ৬টি সংসদীয় আসনের ৮০৫টি কেন্দ্র শান্তিপূর্নর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। সকাল ৮টায় ভোট শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি দেখা গেছে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিতে পারছেন। তবে একমাত্র বরিশাল-৩ আসন বাদে অপর ৫টি আসনে কোন কেন্দ্রে বিএনপি’র কোন পোলিং এজেন্ট কিংবা কোন নেতাকর্মীকে দেখা যায়নি। 

জেলার অন্যান্য আসনের মতো বরিশাল-১ আসনেও আজ সকাল ৮টায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল সোয়া ৯টার ওই আসনের আগৈলঝাড়া উপজেলার শেরাল বহুমুখি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আবদুল্লাহ। 

ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠু-সুন্দর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন অগ্রযাত্রায় নৌকার বিজয়ে আশাবাদী তারা।

ওই আসনের কোন কেন্দ্রে নৌকা ব্যতিত অন্য কোন প্রতীকের পোলিং এজেন্ট দেখা যায়নি। এখানের বিভিন্ন কেন্দ্রে অপ্রাপ্ত বয়স্কদের ভোটের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। 

বরিশাল-২ আসনে শান্তিপূর্ণ ভোট দেখা গেছে। এই আসনের কোথাও বিএনপি’র কোন পোলিং এজেন্ট দেখা যায়নি। প্রতিটি কেন্দ্রে ক্ষমতাসীন দলের কমী-সমর্থকদের সরব উপস্থিতি থাকলেও বিএনপি’র কোন কর্মীকে-সমর্থকদের দেখা যায়নি। 

ব্যতিক্রম চিত্র ছিলো বরিশাল-৩ আসনে। এই আসনের প্রায় সবগুলো কেন্দ্রে সকল প্রতীকের পোলিং এজেন্ট দেখা গেছে। এখানে ভোট নিয়ে কোন ধরনের অভিযোগ পাওয়া যায়নি। এই আসনের রামপট্টি ইবতেদায়ী মাদ্রাসার  কেন্দ্রে বেলা পৌঁনে ১১টার মধ্যে ৫৪ ভাগ ভোট জমা পড়ার কথা জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা মো. আমিনুর রহমান। 

বরিশাল-৫ আসনের কোন কেন্দ্রে বিএনপি’র পোলিং এজেন্ট দেখা যায়নি। যদিও সকালে কোন কেন্দ্রে বিএনপি’র পোলিং এজেন্ট প্রবেশ করতে দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন এই আসনের বিএনপি প্রার্থী মজিবর রহমান সরোয়ার। সদর আসনে আওয়ামী লীগ প্রার্থী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম ভোট প্রদানের পর আশা করেন দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের জন্য জনগণ নৌকায় ভোট দেবে। 

একইভাবে বরিশাল-৪ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী জেএম নুরুর রহমান জাহাঙ্গীর এবং বরিশাল-৬ আসনের বিএনপি প্রার্থী আবুল হোসেন খান তাদের আসনের কোন কেন্দ্রে ধানের শীষের পোলিং এজেন্ট ঢুকতে না দেওয়াসহ ভোট কারচুপির অভিযোগ করেন। আবুল হোসেন ভোট পদ্ধতির বিরুদ্ধে অভিযোগ করেন এবং নুরুর রহমান ভোট বর্জনের ঘোষণা দেন। 

বিডি-প্রতিদিন/৩০ ডিসেম্বর, ২০১৮/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর