শিরোনাম
৩০ ডিসেম্বর, ২০১৮ ১৬:১০

ভোটগ্রহণ শেষ

অনলাইন ডেস্ক

ভোটগ্রহণ শেষ

পল্লবীর রশীদ আদর্শ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটারদের দীর্ঘ সারি। ছবি: ওয়াসিফ করিম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। আজ রবিবার ৮টা থেকে এ ভোটগ্রহণ শুরু হয়। বিকাল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলে ২৯৯ আসনে। এবার ৬টি আসনে ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। বাকি ২৯৩ আসনে সনাতন পদ্ধতির ব্যালটে ভোট নেওয়া হয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রয়েছে নিবন্ধিত ৩৯ দল। লড়াই করেন ২৯৯ নির্বাচনী এলাকায় ১ হাজার ৮৬১ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী। এর মধ্যে রাজনৈতিক দলের প্রার্থী ১ হাজার ৭৩৩ জন। স্বতন্ত্র প্রার্থী ১২৮ জন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগের ২৬০ (নৌকা ২৭২), বিএনপির ২১৯ (ধানের শীষ ২৮২), জাতীয় পার্টি ১৭৫ (মহাজোট ২৫) এবং নির্বাচনে সবচেয়ে বেশি প্রার্থী ২৯৮ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের। 

এবারে ভোট কেন্দ্রের ভিতরে মোবাইল ফোন ব্যবহারে নিয়ন্ত্রণারোপ ছিল। শুধু কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা ও কেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত পুলিশের ইনচার্জ মোবাইল ফোন ব্যবহার করতে পারেন। কেউ ভোট দিতে মোবাইল ফোন নিয়ে গেলেও তা বন্ধ করে যেতে হয়েছে। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর