৩০ ডিসেম্বর, ২০১৮ ১৮:০৩

ভোলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ভোলা প্রতিনিধি

ভোলায় ভোটগ্রহণ শেষে চলছে গণনা

ভোলায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে এখন চলছে ভোট গণনা। জেলার ৪ টি আসনে সকাল ৮ টায় শুরু হওয়া ভোটগ্রহণ চলে বিকাল ৪ টা পর্যন্ত। কোথায়ও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 

বিকাল ৫ টায় রিপোর্ট লেখা পর্যন্ত ভোলা-১ (সদর) আসনের ৫ টি কেন্দ্রের ফলাফল পাওয়া যায়। এগুলো হলো, ধনিয়া ইউপি সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিবপুর মৌলভী বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঘুইংগারহাট মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিম বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধ্য বাপ্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রগুলোর ফলাফল পাওয়া যায়।

সেখানে মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৪শ’ ৬৩ জনের মধ্যে আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ (নৌকা) ১১ হাজার ৩শ’ ৯১, বিএনপির গোলাম নবী আলমগীর (ধানের র্শীষ) ২৮৬ , জাতীয় পার্টির কেফায়েত উল্লাহ নজীব (নাঙ্গল) ৪৫, ইসলামী আন্দোলনের মাওলানা ইয়াছিন নবীপুরী (হাত পাখা) ৪৯০, কমিউনিষ্ট পার্টির (কাটি) ৫৩। 

উল্লেখ্য, ভোলার ৪ টি আসনের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, ইসলামী আন্দোলন ও কমিউনিস্ট পার্টির ১৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলায় মোট ভোট কেন্দ্রের সংখ্য ৪৭৬ টি, কক্ষের সংখ্যা ২৭১৪ টি। মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৭৩ হাজার ৮২১ জন। এদের মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৬ লাখ ৫০ হাজার ২১ জন, নারী ভোটার সংখ্যা ৬ লাখ ২২ হাজার ৫৩৩ জন। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর