৩০ ডিসেম্বর, ২০১৮ ২০:৩৮

ইঞ্জিনিয়ার মোশাররফ ও ফজলে করিম জয়ী

সাইদুল ইসলাম, চট্টগ্রাম

ইঞ্জিনিয়ার মোশাররফ ও ফজলে করিম জয়ী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের মহাজোট প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের প্রার্থী ফজলে করিম চৌধুরীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। রবিবার রাত সাড়ে আটটায় এ ফলাফল ঘোষণা করা হয়।

জানা যায়, চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের মহাজোটের প্রার্থী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন নৌকা প্রতীকে ২ লাখ ৬৬ হাজার ৬৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী নুরুল আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ১৫ হাজার ৬ জন ও ভোট কেন্দ্র ১০৪টি।

অন্যদিকে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের প্রার্থী ফজলে করিম চৌধুরীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করা হয়েছে। মোট ৮৪টি কেন্দ্রের মধ্যে নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ৩১ হাজার ৪৪২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী জসিম সিকদার পেযেছেন ২ হাজার ৩০৭ ভোট। রাউজান আসনে মোট ভোটার ২ লাখ ৭০ হাজার ৭৬০ জন।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর