৩০ ডিসেম্বর, ২০১৮ ২০:৪৩

রাজনীতির মাঠেও বিপুল ভোটে জয়ী মাশরাফি

অনলাইন ডেস্ক

রাজনীতির মাঠেও বিপুল ভোটে জয়ী মাশরাফি

নড়াইল-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিপুল ভোটে জয়ী হয়েছেন। আজ রবিবার রাতে জেলা প্রশাসক ও জেলা রির্টানিং অফিসার আনজুমান আরার পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মাহবুবুর রশিদ বিয়য়টি নিশ্চিত করেছেন।

নড়াইল-২ আসনে নৌকা প্রতীক নিয়ে মাশরাফি পেয়েছেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ পেয়েছেন ৭ হাজার ৮৮৩ ভোট। 

নড়াইল-২ আসনে মোট কেন্দ্র ১৪০টি। এই আসনে অন্যান্য প্রার্থী হলেন, ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছেন ঐক্যফ্রন্ট সমর্থিত অ্যাডভোকেট ফরিদুজ্জামান ফরহাদ, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলন বাংলাদেশ সমর্থিত ডা. এস এম নাসির উদ্দিন, আম প্রতীকে এনপিপি (ছালু) সমর্থিত মো. মনিরুল ইসলাম, মিনার প্রতীকে ইসলামী ঐক্যজোটের মো. মাহাবুবুর রহমান ও তারা প্রতীকে জাতীয় সমাজতান্ত্রিক দলের ফকির শওকত আলী।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর