৩০ ডিসেম্বর, ২০১৮ ২১:২৬

টাঙ্গাইলের ৮টি আসনেই নৌকার জয়

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ৮টি আসনেই নৌকার জয়

টাঙ্গাইলের ৮টি আসনেই আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আওয়ামী লীগের প্রার্থী ড. আব্দুর রাজ্জাক ২ লাখ ৭৯ হাজার ৬শ’ ৮৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) সরকার শহিদ ১৬ হাজার ৪০৬ ভোট। 

টাঙ্গাইল-২ (ভুঞাপুর-গোপালপুর) আওয়ামী লীগের প্রার্থী (নৌকা) তানভীর হাসান ছোট মনির ২ লাখ ৯৩ হাজার ৩৩২ পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। নিকটতম বিএনপির ধানের শীষ সুলতান সালাহ উদ্দিন টুকু পেয়েছেন ১১ হাজার ১৪৯ ভোট।

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আতাউর রহমান খান ২ লাখ ৩৮ হাজার ৯শ’ ৫১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) লুৎফর রহমান খান আজাদ ৮ হাজার ৫৭০ ভোট।

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) মোহাম্মদ হাসান ইমাম খান ২ লাখ ২৪ হাজার ১২ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঐক্যফ্রন্ট কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী (ধানের শীষ) ইঞ্জিনিয়ার লিয়াকত আলী পেয়েছেন ৩৪ হাজার ৩৮৮ ভোট।

টাঙ্গাইল-৫ (সদর) এখনো পাইনি- তবে আওয়ামী লগের প্রার্থী (নৌকার) মো. ছানোয়ার হোসেন এগিয়ে আছেন।

টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আহসানুল ইসলাম টিটু ২ লাখ ৮৫ হাজার ৩০৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) এডভোকেট গৌতম চক্রবর্তী পেয়েছেন, ৪০ হাজার ৩২৪ ভোট।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) একাব্বর হোসেন ১ লাখ ৬৪ হাজার ৪শ’৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম বিএনপি’র প্রার্থী (ধানের শীষ) আবুল কালাম আজাদ সিদ্দিকী ৮৫ হাজার ৮০৩ ভোট।

টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) এডভোকেট জোয়াহেরুল ইসলাম ২ লাখ ৮ হাজার ৩৩৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার নিকটতম ঐক্যফ্রন্ট কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী (ধানের শীষ) কুড়ি সিদ্দিকী ৭২ হাজার ২১১ ভোট।

বিডি প্রতিদিন/এ মজুমদার

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর