৩০ ডিসেম্বর, ২০১৮ ২১:২৭

যশোরে ৬ আসনেই বিপুল ভোটে আওয়ামী লীগের জয়

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে ৬ আসনেই বিপুল ভোটে আওয়ামী লীগের জয়

যশোরের ৬টি আসনেই বিপুল ভোটের ব্যবধানে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা জয় পেয়েছেন।

যশোর-১ (শার্শা উপজেলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ আফিল উদ্দিন দুই লাখ ১১ হাজার ৪৪৩ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির মফিকুল হাসান তৃপ্তি। তিনি পেয়েছেন ৪ হাজার ৯৮১ ভোট।

যশোর-২ (ঝিকরগাছা ও চৌগাছা উপজেলা) আসনে আওয়ামী লীগ প্রার্থী নাসির উদ্দিন তিন লাখ ২৫ হাজার ৭৯৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ১৩ হাজার ৯৪০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী জামায়াত নেতা মুহাদ্দিস আবু সাঈদ।

যশোর-৩ (সদর) আসনে তিন লাখ ৬১ হাজার ৩৩৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী কাজী নাবিল আহমেদ। ৩১ হাজার ৭১০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত।

যশোর-৪ আসনে ২ লাখ ৭২ হাজার ১৬৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী রণজিত কুমার রায়। ৩০ হাজার ৮৭৪ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির টিএস আইয়ুব।

যশোর-৫ (মণিরামপুর উপজেলা) আসনে দুই লাখ ৪২ হাজার ৮৫৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের স্বপন ভট্টাচার্য। ২৪ হাজার ৬২১ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন ধানের শীষ প্রতীকের মুফতি মোহাম্মদ ওয়াক্কাস।

যশোর-৬  (কেশবপুর উপজেলা) আসনে এক লাখ ৫৬ হাজার ৫০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের ইসমাত আরা সাদেক। ৫ হাজার ৬৭৩ ভোট পেয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপির আবুল হোসেন আজাদ।
 

 

বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর