৩০ ডিসেম্বর, ২০১৮ ২২:১২

রংপুরে বিজয়ী হলেন যারা

নিজস্ব প্রতিবেদক

রংপুরে বিজয়ী হলেন যারা

রংপুর-১ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন মহাজোট সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী মসিউর রহমান রাঙ্গা। তিনি পেয়েছেন ২ লাখ ২২৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির শাহ রহমত উল্লাহ পেয়েছেন ৫ হাজার ২৫১ ভোট।

রংপুর-২ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী (নৌকা) আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী। তিনি পেয়েছেন ৭৫ হাজার ১১৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির মোহাম্মদ আলী সরকার পেয়েছেন ২৬ হাজার ৮৯৩  ভোট।

রংপুর-৩ আসনে বিপুল ভোটে জয়লাভ করেছেন মহাজোট সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী ও দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। এই আসনে লাঙ্গল প্রতীকে এরশাদ ১ লাখ ৪২ হাজার ভোট পেয়ে জয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী রিটা রহমান পেয়েছেন ৫৩ হাজার ৮৯ ভোট।

রংপুর-৬ আসনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের শিরীন শারমিন চৌধুরী।  তিনি পেয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৪২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাইফুল ইসলাম পেয়েছেন ২৪ হাজার ৫৩ ভোট।

 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর