৩১ ডিসেম্বর, ২০১৮ ১৮:১৮

সিরাজগঞ্জে আওয়ামী লীগ বাদে সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে আওয়ামী লীগ বাদে সকল প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

সিরাজগঞ্জে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বাদে বিএনপিসহ অন্যান্য দলের ২৫ প্রার্থী তাদের জামানাত হারিয়েছেন। নির্বাচনের শর্ত অনুযায়ী এক অষ্টামাংশ ভোট পাবার কথা থাকলেও এ সকল প্রার্থীরা সেই পরিমাণ ভোট পায়নি। এ কারণে ২৫ প্রার্থ জামানত হারিয়েছেন।  

জানা যায়, সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আওয়ামী লীগ-বিএনপিসহ ৩১জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন। নির্বাচনের ফলাফলে সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ নাসিম পেয়েছেন ৩,২৪,৪২৪ ভোট। বিএনপি প্রার্থী রুমানা মুর্শেদ কনকচাপা পেয়েছেন ১,১১৮ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আল আমানি সিরাজী পেয়েছেন ৩২৭ ভোট। 
 
সিরাজগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ প্রাথী মো: হাবিবে মিল্লাত মুন্না পেয়েছেন ২,৯৪,৭২২ ভোট। বিএনপির প্রার্থী রুমানা মাহমুদ পেয়েছেন ১৩,৭৭৮ ভোট। ইসলালী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মুফতি মহিবুল্লা পেয়েছেন ২,৩৭৬ ভোট। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল প্রার্থী নবকুমার কর্মকার পেয়েছেন ১,০২৬ ভোট। 

সিরাজগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ প্রাথী আব্দুল আজিজ পেয়েছেন ২,৯৫,৫১৭ ভোট। বিএনপির প্রার্থী আব্দুল মান্নান তালুকদার পেয়েছেন ২৭,২৪৮ ভোট। ইসলামি আন্দোলন বাংলাদেশ প্রার্থী আইনুল হক ১,২১০ ভোট। জাকের পাটির প্রার্থী আলমঙ্গীর হোসেন পেয়েছেন ১,০৯১ ভোট। স্বতন্ত্র প্রার্থী আহসান হাবিব (সুজন) পেয়েছে ৪১১ ভোট। বাংলাদেশের কমিউনিষ্ট পাটি (সিপিবি) প্রার্থী মোস্তফা নুরুল আমীন পেয়েছে ৫১৮ ভোট। প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি) প্রার্থী নুরুল ইসলাস পেয়েছেন ২১৫ ভোট। 

সিরাজগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগ প্রাথী তানভীর ইমাম পেয়েছেন ৩,০৩,৭০৬ ভোট। বিএনপি প্রার্থী রফিকুল ইসলাম খান পেয়েছেন ২৪,৮৯৩ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী আব্দুর রহমান পেয়েছেন ১,৭৯৬ ভোট। জাকের পাটি প্রার্থী জহির রায়হান পেয়েছেন ৬৬৫ ভোট। ন্যাশনাল পিপলস পাটি (এনপিবি) প্রার্থী মকুল হোসেন পেয়েছেন ৪০৬ ভোট।

সিরাজগঞ্জ-৫আসনে আওয়ামীলীগ প্রাথী আব্দুল মমিন মন্ডল পেয়েছেন ২,৫৯,৮৬১ ভোট। বিএনপির প্রার্থী আমিরুল ইসলাম খান পেয়েছেন ২৮,৩১৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী লোকমান হোসেন পেয়েছেন ২,৫০৪ ভোট। বাংলাদেশের বিল্পবী ওয়ার্কাস পাটি ৭৭২ ভোট। জাতীয় পাটি প্রার্থী মোক্তার হোসেন পেয়েছেন ৬৫৯ ভোট। স্বতন্ত্র প্রার্থী আলী আলম পেয়েছেন ১১০ ভোট। 

সিরাজগঞ্জ-৬ আসনে আওয়ামী লীগ প্রাথী হাসিবুর রহমান স্বপন পেয়েছেন ৩,৩৫,৭৫৯ ভোট। বিএনপির প্রার্থী এম.এ মুহিত পেয়েছেন ১৪,৬৯৭ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মিসবাহ উদ্দিন পেয়েছেন ১,৯৩৩ ভোট। স্বতন্ত্র প্রার্থী মাসুদুর রহমান  পেয়েছেন ৭৬৩ ভোট। বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) প্রার্থী আ: আলীম ফকির পেয়েছেন ৫৩৩ ভোট। বাংলাদেশ মুসলিম লীগ প্রার্থী হাবিবুর রহমান পেয়েছেন ৩৪৬ ভোট। 

সিরাজগঞ্জ জেলা নির্বাচন অফিসার আবুল হোসেন জানান, নির্বাচন বিধি অনুযায়ী প্রতি আসনের মোট ভোটারের এক-অষ্টামাংশ ভোট পেলে জামানত ফিরে পাবে। কিন্তু আওয়ামী লীগ প্রার্থী ব্যতীত বিএনপিসহ কোন প্রার্থীই এক-অষ্টামাংশ ভোট পায়নি। যে কারণে আওয়ামী লীগ ব্যতিত কোন প্রার্থীই জামানাত ফেরত পাবে না। 


বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর