৩১ ডিসেম্বর, ২০১৮ ২১:১২

মহাজোট ও ধানের শীষের প্রার্থীসহ বগুড়ায় জামানত হারালেন ৩৩ প্রার্থী

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

মহাজোট ও ধানের শীষের প্রার্থীসহ বগুড়ায় জামানত হারালেন ৩৩ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়ার ৭টি আসনের ফলাফল হয়ে গেলেও জামানত হারাচ্ছে ৩৩ জন প্রার্থী। জামানত হারানোর তালিকায় বিএনপির ধানের শীষের প্রার্থী এবং মহাজোটের প্রার্থীও রয়েছেন।

বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, শতকরা আট ভাগ ভোট না পাওয়ায় ৩৩ জন প্রার্থী তাদের জামানত হারিয়েছে। বগুড়া জেলা রিটার্নিং অফিসারেরর কার্যালয় সুত্রে জানা যায়, বগুড়ার ৭টি সংসদীয় আসনে মোট প্রার্থী ছিল ৪৭ জন। এরমধ্যে জামানত হারাচ্ছেন ৩৩ জন।
বগুড়া-১ আসনে থেকে ২ লাখ ৬৮ হাজার ৭৬৮ ভোটে জয়ী হয়েছেন মহাজোটের প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান। জামানত হারাচ্ছেন তারা হলেন ধানের শীষের প্রার্থী বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের এবিএম মোস্তফা কামাল, স্বতন্ত্র প্রার্থী তবিবর রহমান।
বগুড়া-২ আসনে ১ লাখ ৭৮ হাজার ১৪২ ভোট পেয়ে মহাজোটের প্রার্থী লাঙ্গল প্রতিকে জয় পেয়েছেন শরিফুল ইসলাম জিন্নাহ। আর জামানত হারাচ্ছেন ইসলামী আন্দোলনের মো: জামাল উদ্দিন, বাংলাদেশ মুসলিম লীগের শফিকুল ইসলামের। 
বগুড়া-৩ আসনে মহাজোটের লাঙ্গল প্রতিকের প্রার্থী নুরুল ইসলাম তালুকদার ১ লাখ ৫৭ হাজার ৭৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর জামানত হারিয়েছে স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন, বিএনএফ এর আব্দুল কাদের জিলানী, স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ, স্বতন্ত্র নজরুল ইসলাম, লিয়াকত আলী, ইসলামী আন্দোলনের শাজাহান আলী।
বগুড়া-৪ আসনে বিএনপির ধানের শীষের প্রার্থী মোশারফ হোসেন ১ লাখ ২৮ হাজার ৫৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর জামানত বাতিলের তালিকায় রয়েছে ইসলামী আন্দোলনের মোঃ ইদ্র্রীস আলী, তরীকত ফেডারেশনের কাজী এমএ কাশেম, হিরো আলম ওরফে আশরাফুল আলম, আয়ূব আলী, জীবন রহমান। 
বগুড়ার-৫ আসনে মহাজোটের নৌকা প্রতিক নিয়ে হাবিবর রহমান ৩ লাখ ৩২ হাজার ৮১৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। জামানত হারিয়েছেন জাতীয় পার্টির (এরশাদ) মনোনীত প্রার্থী তাজ মোহাম্মদ সেখ (লাঙ্গল), ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মীর মাহমুদুর রহমান (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) আব্দুন নূর (আম), ইসলামী ঐক্যজোটের প্রার্থী মাওলানা নজরুল ইসলাম (মিনার), স্বতন্ত্র প্রার্থী আব্দুর রউফ জোন (মাথাল), স্বতন্ত্র প্রার্থী তাহমিনা জামান হিমিকা (সিংহ), বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী রঞ্জন কুমার দে (কোদাল) ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সন্তোষ কুমার পাল (কাস্তে)।
বগুড়ার-৬ আসনে বিএনপির মহাসচীব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতিকে ভোট  ২ লাখ ৫ হাজার ৯৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই আসনে জামানত হারিয়েছেন ইসলামী আন্দোলনের আবু নুমান মো: মামুনুর রশীদ, জাকের পার্টির মোহাম্মদ ফয়সাল বিন শফিক, ন্যাপের আমিনুর রহমান টিপু, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির আমিনুল ফরিদ, বিএনএফ জীবন রহমান।
বগুড়ার-৭ আসনে বিএনপি সমর্থিত ট্রাক প্রতিক নিয়ে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম বাবলু পেয়েছেন ১ লাখ ৮৯ হাজার ৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। আর জামানত বাজায়াপ্ত হয়েছে মহাজোটের প্রার্থী মুহম্মদ আলতাফ আলী, এনপিপির ফজলুল হক, ন্যাপের মন্তেজার রহমান, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম, বাসদের শহিদুল ইসলাম। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর