শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
একই আসনে লতিফ সিদ্দিকী ও মুরাদ সিদ্দিকী

ভোটের মাঠে তিন ভাই

নিজস্ব প্রতিবেদক

ভোটের মাঠে তিন ভাই

বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি কাদের সিদ্দিকী টাঙ্গাইল-৮ আসন থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন। টাঙ্গাইলের সখীপুর উপজেলার বাগেরবাড়ি গ্রামে এক পথসভায় তিনি বলেন, ‘এ নির্বাচনে ভোট চুরি ফেরাবে গামছা মার্কার লোকেরা। একটা ভোট জালিয়াতি হলে আমি আমার গামছা মার্কার লোকদের ধরব। আমি নির্বাচন করে দেখাতে চাই মানুষ ভোট কেন্দ্রে গেছে, যার ভোট সেই দিছে। যদি কেউ ভোট দিতে বাধা দেয় আর সিল দেওয়ার চেষ্টা করে, যে হাত দিয়ে সিল মারবে সেই হাত আস্ত থাকবে না।’

অন্যদিকে টাঙ্গাইল-৪ আসন থেকে বর্তমান সংসদ সদস্য হাসান ইমাম খান মনোনয়ন পাননি। তাঁর জায়গায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোজহারুল ইসলাম তালুকদার ঠান্ডু। এ ছাড়াও লতিফ সিদ্দিকীর আপন ছোট ভাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুরাদ সিদ্দিকী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা ছাত্রলীগের সাবেক নেতা মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৪ কালিহাতী এবং টাঙ্গাইল-৫ সদর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন। মনোনয়ন না পেয়ে তিনি দুটি আসনেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন।  এদিকে দুই ভাইয়ের মনোনয়নপত্র জমাদানের বিষয়টি কালিহাতীসহ পুরো টাঙ্গাইলে মানুষের মধ্যে ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি করেছে। উৎসুক মানুষ কালিহাতী উপজেলা চত্বরে এসে ভিড় করেন। টাঙ্গাইলের আলোচিত সিদ্দিকী পরিবারের পৈতৃক নিবাস কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের ছাতিহাটী গ্রামে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর