বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
হলফনামায় কার কত সম্পদ

নয়ন-লুবনার প্রতি তোলা স্বর্ণের দাম ৪ হাজার!

লক্ষ্মীপুর প্রতিনিধি

নয়ন-লুবনার প্রতি তোলা স্বর্ণের দাম ৪ হাজার!

লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন। এ আসন থেকে তাঁর স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনাও স্বতন্ত্র হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে দেওয়া হলফনামায় নুর উদ্দিন চৌধুরী নয়ন ও রুবিনা ইয়াছমিন লুবনা উল্লেখ করেছেন তাঁদের কাছে থাকা প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার টাকা করে। নয়নের স্বর্ণ রয়েছে ১০ তোলা; যার মূল্য দেখিয়েছেন মাত্র ৪০ হাজার টাকা। আর নয়নের স্ত্রী লুবনার নামে রয়েছে ৫০ তোলা স্বর্ণ, যার বাজারমূল্য দেখিয়েছেন মাত্র ২ লাখ টাকা।

যদিও প্রতি তোলা বা ভরি স্বর্ণের বর্তমান বাজারমূল্য ৯০ হাজারের কাছাকাছি। সে হিসাবে প্রকৃত বাজারমূল্য থেকে আকাশ-পাতাল ব্যবধানে মূল্য দেখিয়েছেন সংসদ নির্বাচনে প্রার্থী হওয়া নয়ন ও তাঁর স্ত্রী রুবিনা ইয়াছমিন লুবনা। এ ছাড়া লুবনার নামে জেলা শহরের ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের পাশে থাকা ৫ শতাংশ জমির ওপর নির্মিত পাঁচ তলাবিশিষ্ট একটি আলিশান বাড়ির মূল্য দেখানো হয়েছে মাত্র ৩০ লাখ ১৫ হাজার টাকা। তাদের দুজনের হলফনামা পর্যালোচনা করে দেখা যায়, আইন পেশা থেকে নুর উদ্দিন নয়নের আয় এবং তাঁর স্ত্রী নিজেকে একজন ব্যবসায়ী দেখিয়েছেন। নয়ন একজন আইনজীবী। আড়াই বছরে নয়নের পেশাগত আয় বেড়েছে প্রায় ৮ গুণ। স্ত্রী লুবনার দৃশ্যমান কোনো আয় না থাকলেও তিনি নিজেকে ব্যবসায়ী হিসেবে উল্লেখ করেছেন। শিক্ষাগত যোগ্যতার ঘরে লিখেছেন ‘স্বশিক্ষিত’। ঢাকায় জমি এবং ফ্ল্যাট রয়েছে তাঁর নামে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর