বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
টাঙ্গাইলে সিদ্দিকী পরিবারের তিন ভাইয়ের হলফনামা

বড় দুই ভাইয়ের থেকে ছোট ভাইয়ের সম্পদ বেশি

টাঙ্গাইল প্রতিনিধি

বড় দুই ভাইয়ের থেকে ছোট ভাইয়ের সম্পদ বেশি

মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী টাঙ্গাইলে সিদ্দিকী পরিবারের তিন ভাই আবদুল লতিফ সিদ্দিকী, বঙ্গবীর কাদের সিদ্দিকী ও ছোট ভাই মুরাদ সিদ্দিকী টাঙ্গাইল-৪, ৮ ও ৫ আসন থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন।

আবদুল লতিফ সিদ্দিকী : এবার তিনি টাঙ্গাইল-৪ (কালিহাতী আসনে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। হলফনামায় তিনি তাঁর দায়দেনার কিছুই উল্লেখ করেননি। কৃষি খাতে তার কোনো আয় নেই। কৃষিজমিও নেই। তাঁর ব্যাংকে আমানত রয়েছে মাত্র ৩ হাজার ৪৪২ টাকা।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম : কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বীর উত্তম। হলফনামায় ২১ কোটি ৮০ লাখ ৩১ হাজার টাকা ঋণের উল্লেখ করেছেন। তবে ওই ঋণ গত ২৬ নভেম্বর পুনঃ তফসিলিকরণ করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। তিনি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মুরাদ সিদ্দিকী : টাঙ্গাইল-৫ (সদর) আসনে মুরাদ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি পেশায় ঠিকাদার। হলফনামায় ব্যবসা থেকে ৪৯ লাখ ৩৮ হাজার ৯০৩ টাকা আয়ের কথা উল্লেখ করেছেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর