বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারের চার আসনের এমপিদের মধ্যে কার সম্পদ বেশি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের চার আসনের এমপিদের মধ্যে কার সম্পদ বেশি

কক্সবাজারের চারটি আসনের সংসদ সদস্যের মধ্যে সবচেয়ে বেশি অর্থবিত্তের মালিক কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য জাফর আলম দলীয় মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র লড়ছেন। হলফনামায় উল্লেখ করা তথ্য অনুযায়ী প্রায় সাড়ে ১৬ কোটি টাকার মালিক তিনি। যেখানে তাঁর অর্ধেকের মতো স্ত্রীর সম্পদ। আর সবচেয়ে কম অর্থবিত্তের মালিক কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক। তাঁর সম্পদ আছে প্রায় ৬ কোটি ২৩ লাখ টাকার মতো। ব্যাংক ঋণ আছে ১৪ লাখ ৫৫ হাজার টাকা। এমপি আশেক উল্লাহ ও এমপি জাফর আলমের সম্পদের ব্যবধান প্রায় ১০ কোটি টাকা। দ্বিতীয় সর্বোচ্চ অর্থবিত্তের মালিক কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার। তবে হলফনামা অনুসারে সাড়ে ১৫ কোটি টাকার সম্পদের মধ্যে ১৩ কোটি টাকার মতো সম্পদই তাঁর স্বামী আবদুর রহমান বদির। এর পরে আছে কক্সবাজার-৩ (কক্সবাজার সদর-রামু-ঈদগাঁও) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তাঁর সম্পদ প্রায় ৭ কোটি ৯৩ লাখ টাকার মতো। যার প্রায় অর্ধেক তাঁর স্ত্রীর সম্পদ। কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য স্নাতকোত্তর পাস করা জাফর আলমের পেশা ব্যবসা ও মৎস্য চাষ। কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য এম কম পাস করা আশেক উল্লাহ রফিকের পেশা কৃষি ও ব্যবসা। কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য বেলজিয়াম থেকে স্নাতকোত্তর পাস করা সাইমুম সরওয়ার কমলের পেশা হোটেল ব্যবসা, রিয়েল এস্টেট, মৎস্য চাষ ও কৃষি। কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য বি এ পাস করা শাহীন আক্তারের পেশা ঘরভাড়া, কৃষি ও লবণ মাঠে লগ্নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর