বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

শামসুল হক টুকুর আয় ও সম্পদ বেড়েছে ১৩ গুণ

এস এ আসাদ, পাবনা

শামসুল হক টুকুর আয় ও সম্পদ বেড়েছে ১৩ গুণ

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর তাঁর আয় ও স্থাবর-অস্থাবর সম্পদ বেড়েছে। ১৫ বছরের ব্যবধানে তাঁর আয় বেড়ে ১৩ গুণ হয়েছে। নির্বাচিত হওয়ার আগে কৃষি খাত থেকে আয় শূন্যের কোটায় থাকলেও বর্তমানে এ খাতে তিনি ১ লাখ ৩০ হাজার টাকা আয় দেখিয়েছেন। অথচ স্থাবর সম্পদ হিসেবে তাঁর নিজ নামে কোনো কৃষিজমি নেই। নবম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শামসুল হকের জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হলফনামায় তিনি কৃষি খাতে আয় দেখালেও নিজের নামে কোনো জমি দেখাননি। যৌথ মালিকানার জমি সেই ২১ বিঘাই দেখিয়েছেন। যার মধ্যে তিন বিঘার মালিক তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হলফনামায় তিনি একটি ব্যাংক থেকে ২ লাখ ২০ হাজার টাকার ঋণ গ্রহণের কথা উল্লেখ করেছেন। একাদশে তিনটি ব্যাংক, দশমে তিনটি ব্যাংকের ঋণের তথ্য দাখিল করেছিলেন। শামসুল হক পেশায় ছিলেন আইনজীবী। নবম জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রথমবার পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর