বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কোটি টাকার মালিক আওয়ামী লীগ প্রার্থী, সমানতালে স্বতন্ত্র প্রার্থীও

ফাতেমা জান্নাত মুমু, রাঙামাটি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীরা সবাই কোটি টাকার মালিক। এমন তথ্য বেরিয়ে এসেছে নির্বাচনের হলফ নামায়। এবার রাঙামাটিতে নির্বাচনে অংশগ্রহণ করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- ক্ষমতাসীন দল আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী দীপংকর তালুকদার, জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী মো. হারুনূর রশিদ, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএস সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সমর্থিত প্রার্থী অমর কুমার দে ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান।

রাঙামাটি জেলা নির্বাচন অফিসে জমা দেওয়া প্রার্থীদের হলফনামায় বেরিয়ে এসেছে প্রার্থীদের সম্পদ ও সম্পত্তির নানা তথ্য। গত পাঁচ বছরে সংসদ সদস্য দীপংকর তালুকদারের আয়ের উৎস কম থাকলেও টাকা ও সম্পদ দ্বিগুণ হয়েছে। পেশা হিসেবে প্রথম শ্রেণির কাঠ ব্যবসায়ী ও সরবরাহকারী উল্লেখ করেছেন।

অন্যদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি সন্তু লারমা সমর্থিত প্রার্থী ঊষাতন তালুকদার। তাঁর হলফনামায় অস্থাবর ও স্থাবর সম্পত্তি রয়েছে মোট ৪৩ লাখ ৬৫ হাজার টাকা। স্ত্রীর নামে রয়েছে ৭ লাখ ২০ হাজার টাকা।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর