মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

লক্ষ্মীপুরে স্বামীর বিপক্ষে লড়ছেন স্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে স্বামীর বিপক্ষে লড়ছেন স্ত্রী

এবারের নির্বাচনে লক্ষ্মীপুরের চারটি সংসদীয় আসনের প্রতিটিতে নৌকার সঙ্গে লড়াই হবে জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। সোমবার (১৮ ডিসেম্বর) ২৮ জন প্রার্থীর প্রতীক বরাদ্দ শেষে এমন আলোচনায় মুখর রয়েছেন জেলার মানুষ। লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদর আংশিক) আসনে আওয়ামী লীগের অ্যাড. নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপির (নৌকা) সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির বোরহান উদ্দিন আহমেদের (লাঙ্গল)  সঙ্গে। এ ছাড়া এ আসনে নয়নের স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনাসহ (তরমুজ) আরও নয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে এ আসনে সংরক্ষিত নারী আসনের এমপি সেলিনা ইসলাম স্বতন্ত্র প্রার্থী হিসেবে উচ্চ আদালতে প্রার্থিতা ফিরে পাওয়ার খবর পাওয়া গেছে। এদিকে প্রতীক বরাদ্দের পরপরই বিকাল থেকে প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। জেলা রিটার্নিং কর্মকর্তা জানান, এ পর্যন্ত ২৮ জনকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। একজনের বিষয়টি নির্বাচন কমিশনের নির্দেশনার অপেক্ষায় আছে।

সর্বশেষ খবর