মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ট্রাকে উঠলেন চিত্রনায়িকা মাহি

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ট্রাকে উঠলেন চিত্রনায়িকা মাহি

রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি ট্রাক প্রতীকে জাতীয় নির্বাচনে লড়ছেন। সোমবার সকাল ১০টায় রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামীম আহমেদ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। রিটার্নিং কর্মকর্তা মাহিয়া মাহির কাছে জানতে চান তার পছন্দের কোনো প্রতীক আছে কি না। এ সময় মাহি জানান, তার পছন্দের প্রতীক ‘ট্রাক’। অন্য কোনো স্বতন্ত্র প্রার্থী ‘ট্রাক’ প্রতীক না চাওয়ায় রিটার্নিং কর্মকর্তা প্রতীকটি মাহিকে বরাদ্দ দেন।

প্রতীক বরাদ্দ শেষে ঢাকাই সিনেমার আলোচিত এ অভিনেত্রী বলেন, প্রচার-প্রচারণা শুরু হওয়ার পর অনেকেই বলবেন তার ট্রাক খাদে পড়ে যাবে। চাকা পাংচার হয়ে যাবে। এতেই তার প্রচার বেড়ে যাবে। সে কারণে তিনি ট্রাক প্রতীক বেছে নিয়েছেন। মাহি বলেন, আমার সঙ্গে যারা প্রতিদ্বন্দ্বী আছেন, তারা অনেক সিনিয়র। অনেকে আমার বয়সের বেশি সময় ধরে রাজনীতি করছেন। কিন্তু আমার কাছে মনে হয়েছে এই এলাকার মানুষ একটা শোষণের মধ্যে থাকেন। আমি তাদের মুক্ত করতে চাই। শাসক নয়, সেবক হয়ে মানুষের সেবা করতে চাই।

সর্বশেষ খবর