মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ভোটের মাঠে চারজনের সঙ্গে লড়বেন হিরো আলম

আবদুর রহমান টুলু, বগুড়া

ভোটের মাঠে চারজনের সঙ্গে লড়বেন হিরো আলম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেন হিরো আলম। পরবর্তীতে ৪ ডিসেম্বর বগুড়া জেলা প্রশাসক সভাকক্ষে মনোনয়ন যাচাইবাছাইয়ে যথাযথভাবে পূরণ না করায় হিরো আলমের মনোনয়ন বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। এরপর তার মনোনয়ন ফিরে পেতে উচ্চ আদালতে আপিল করেন তিনি। পরবর্তীতে তিনি তার প্রার্থিতা ফিরে পান। প্রার্থিতা ফিরে পাওয়ার পর থেকে তাকে আর মাঠে পাওয়া যাচ্ছে না। গতকাল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়ার সময় তিনি উপস্থিত ছিলেন না। হিরো আলম বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেস থেকে দলীয় মনোনয়ন পেয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।  এ আসনে আরও লড়ছেন জাসদের এ কে এম রেজাউল করিম তানসেন, জাতীয় পার্টির শাহীন মোস্তফা কামাল, স্বতন্ত্র জিয়াউল হক ও মোশফিকুর রহমান।

সর্বশেষ খবর