বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রংপুরে ত্রিমুখী লড়াই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুরে ত্রিমুখী লড়াই

রংপুরের ছয়টি সংসদীয় আসনের মধ্যে তিনটি আসনের তিন প্রার্থী মোটামুটি নির্ভার। তাদের কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। সদর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের লাঙ্গল মার্কা, রংপুর-৪ কাউনিয়া-পীরগাছা আসনে আওয়ামী লীগের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং রংপুর-৬ আসনে সংসদের স্পিকার আওয়ামী লীগের শিরীন শারমিন চৌধুরীকে বিজয়ের জন্য খুব একটা টেনশন পোহাতে হবে। এমনটাই মনে করছেন ওইসব এলাকার সাধারণ ভোটাররা। অন্যদিকে রংপুর-১ গঙ্গাচড়া আসনে স্বতন্ত্র প্রার্থী জাপা থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন। তার সঙ্গে নির্বাচনযুদ্ধে রয়েছেন জাতীয় পার্টির প্রার্থী আসিফ শাহরিয়ার ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু। এই তিন প্রার্থীর সঙ্গে গঙ্গাচড়ায় ভোটযুদ্ধ হবে। অন্যদিকে রংপুর-৫ মিঠাপুকুর আসনে আওয়ামী লীগের প্রার্থী রাশেক রহমানকে শক্ত প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে আওয়ামী লীগের আরেক স্বতন্ত্র প্রার্থী জাকির হোসেন সরকারের সঙ্গে। তবে এই আসনে জাতীয় পার্টির প্রার্থী আনিছুর রহমানও প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। রংপুর-২ তারাগঞ্জ-বদরগঞ্জ আসনে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউককে প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী বিশ্বনাথ সরকার বিটুর সঙ্গে। তবে এখানে জাপার সাবেক এমপি আনিছুর রহমান মণ্ডলও ফ্যাক্টর হতে পারেন সরকারদলীয় প্রার্থীর কাছে।

রংপুরে নির্বাচনি মাঠে রয়েছেন ৩৬ জন। তারা হলেন- রংপুর-১ আসনে হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (জাতীয় পার্টি), আওয়ামী লীগের বিদ্রোহী আসাদুজ্জামান বাবলু (স্বতন্ত্র), মসিউর রহমান রাঙ্গা (স্বতন্ত্র), বখতিয়ার হোসেন (বাংলাদেশের ওয়াকার্স পার্টি), বদরুদ্দোজা চৌধুরী (তৃণমূল বিএনপি), শাহিনুর আলম (স্বতন্ত্র), হাবিবুর রহমান (ন্যাশনাল পিপলস পার্টি), শ্যামলী রায় (বাংলাদেশ কংগ্রেস)। রংপুর-২ আসনে আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক (আওয়ামী লীগ), আনিসুল ইসলাম মণ্ডল (জাতীয় পার্টি), আওয়ামী লীগের বিদ্রোহী বিশ্বনাথ সরকার বিটু (স্বতন্ত্র)। রংপুর-৩ আসনে গোলাম মোহাম্মদ কাদের (জাতীয় পার্টি), আবদুর রহমান রেজু (বাংলাদেশ সুপ্রিম পার্টি), একরামুল হক (বাংলাদেশ কংগ্রেস), সহিদুল ইসলাম (জাসদ), আনোয়ারা ইসলাম রানী (স্বতন্ত্র), শফিউল ইসলাম (ন্যাশনাল পিপলস পার্টি)। রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে টিপু মুনশি (আওয়ামী লীগ), মোস্তফা সেলিম বেঙ্গল (জাতীয় পার্টি), সিরাজুল ইসলাম (বাংলাদেশ কংগ্রেস)। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে রাশেক রহমান (আওয়ামী লীগ), আনিছুর রহমান (জাতীয় পার্টি), আওয়ামী লীগের বিদ্রোহী জাকির হোসেন সরকার (স্বতন্ত্র), আবদুল ওয়াদুদ মিয়া (বাংলাদেশ সুপ্রিম পার্টি), আবদুল হালিম মণ্ডল (কৃষক শ্রমিক জনতা লীগ), এনামুল হক (ইসলামিক ফ্রন্ট) ও মাহবুবুর রহমান (বাংলাদেশ কংগ্রেস)। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ড. শিরীন শারমিন চৌধুরী (আওয়ামী লীগ), নুর আলম মিয়া (জাতীয় পার্টি), সিরাজুল ইসলাম সিরাজ (স্বতন্ত্র), জাকারিয়া হোসেন (বাংলাদেশ কল্যাণ পার্টি) ও হুমায়ুন ইজাজ (ন্যাশনাল পিপলস পার্টি)।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর