বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

গাজীপুরে চ্যালেঞ্জে মন্ত্রী-প্রতিমন্ত্রী

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে চ্যালেঞ্জে মন্ত্রী-প্রতিমন্ত্রী

গাজীপুরের পাঁচটি আসনে ১৪টি রাজনৈতিক দল, আওয়ামী লীগের স্বতন্ত্র, অন্যান্য স্বতন্ত্র সব মিলিয়ে মোট ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গাজীপুর-১ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ‘স্বতন্ত্র’ প্রার্থী মো. রেজাউল করিম রাসেলের মধ্যে। গাজীপুর-২ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. জাহিদ আহসান রাসেলের সঙ্গে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের। গাজীপুর-৩ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রুমানা আলী টুসীর সঙ্গে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজের। গাজীপুর-৪ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিমিন হোসেন রিমির সঙ্গে উল্লেখযোগ্য কোনো প্রতিদ্বন্দ্বী নেই। গাজীপুর-৫ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেহের আফরোজ চুমকির সঙ্গে সাবেক গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক এমপি ডাকসুর সাবেক ভিপি মো. আখতারউজ্জামানের।

সর্বশেষ খবর