বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
মাদারীপুর-৩

দুই আওয়ামী লীগ নেতার লড়াই হবে হাড্ডাহাড্ডি

বেলাল রিজভী, মাদারীপুর

দুই আওয়ামী লীগ নেতার লড়াই হবে হাড্ডাহাড্ডি

মাদারীপুরের তিনটি সংসদীয় আসনের মধ্যে দুটি আসনেই নেই নির্বাচনি আমেজ। তবে মাদারীপুর-৩ (মাদারীপুরের একাংশ, কালকিনি ও ডাসার) নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আশা করছেন এখানকার ভোটাররা। মাদারীপুর-১ (শিবচর) আসনে প্রার্থী রয়েছেন তিনজন। আসনটিতে হেভিওয়েট প্রার্থী হচ্ছেন আওয়ামী লীগের নুর-ই-আলম চৌধুরী লিটন। এ আসন থেকে তিনি ছয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মাদারীপুর-২ (মাদারীপুর সদরের একাংশ ও রাজৈর) আসনে মোট প্রার্থী চারজন। এদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী শাজাহান খান ছাড়া অন্য প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করলেও নির্বাচনি দৌড়ে তারা অনেকটাই পিছিয়ে। এই কারণে নেই নির্বাচনি আমেজ। শাজাহান খান এই আসন থেকে সাতবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। মাদারীপুর-৩ (মাদারীপুরের একাংশ, কালকিনি ও ডাসার) আসনে মোট প্রার্থী রয়েছেন ছয়জন। তবে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগমের প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন অনেকে। স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম কালকিনি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংরক্ষিত মহিলা আসনের বর্তমান সংসদ সদস্য। অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুস সোবহান মিয়া গোলাপ কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক। তিনি ২০১৮ সালের নির্বাচনে প্রথম এমপি নির্বাচিত হন। এ আসনের স্থানীয় রাজনীতি দুই ভাগে বিভক্ত। মাদারীপুর-৩ আসনের নির্বাচন জমে উঠেছে এই দুই আওয়ামী লীগ নেতার কারণে।

 

সর্বশেষ খবর