বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

মানিকগঞ্জে দুটি আসনে নৌকার প্রতিপক্ষ লাঙ্গল

মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে দুটি আসনে নৌকার প্রতিপক্ষ লাঙ্গল

মানিকগঞ্জ-১ আসনে নৌকার প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করায় মূল প্রতিদ্বন্দ্বিতায় চলে এসেছেন স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এস এম জাহিদের সঙ্গে জোটের প্রার্থী জহিরুল আলম রুবেল (জাপা)। মানিকগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মমতাজ বেগমের প্রতিপক্ষ হচ্ছেন তিনজন স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগ)। তার মধ্যে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ দেওয়ান জাহিদ আহম্মেদ টুলুর সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে জানান তৃণমূলের লোকজন। মানিকগঞ্জ তিন আসনে বর্তমান সংসদ সদস্য স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেকের বিরুদ্ধে নিজ দলের কোনো স্বতন্ত্র প্রার্থী নেই। তবে গণফোরামের কেন্দ্রীয় সভাপতি সাবেক সংসদ সদস্য মফিজুল ইসলাম খান কামাল ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জহিরুল আলম রুবেল এই আসন থেকে নির্বাচন করছেন। যে কোনো একজন তার শক্ত প্রতিদ্বন্দ্বী হতে পারেন। গত একাদশ নির্বাচনে উদীয়মান সূর্য প্রতীক নিয়ে মফিজুল ইসলাম খান কামাল প্রায় ৩৬ হাজার ভোট পেয়েছিলেন। সাতটি উপজেলা, দুটি পৌরসভা ও ৬৫টি ইউনিয়ন নিয়ে মানিকগঞ্জ জেলা গঠিত। এর আয়তন হচ্ছে ১৩৭৮.৯৯ বর্গ কিলোমিটার। জেলায় মোট লোকসংখ্যা ১৫ লাখ ৫৭ হাজার ৬৭৪ জন। নির্বাচনি আসন হচ্ছে তিনটি। মানিকগঞ্জ-১ আসন (ঘিওর, দৌলতপুর ও শিবালয় উপজেলা) মানিকগঞ্জ-২ আসন (সিংগাইর, হরিরামপুর উপজেলা ও সদরের তিনটি ইউনিয়ন)। মানিকগঞ্জ-৩ আসন (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া উপজেলা)।

সর্বশেষ খবর