বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

কক্সবাজারে ইবরাহিম চমক

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে ইবরাহিম চমক

কক্সবাজারে চারটি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। কক্সবাজারের চারটি আসনে বৈধ প্রার্থী রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলে ২৪ জন। জেলার চার আসনের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বী প্রার্থী নৌকার তিনজন। একটিতে কল্যাণ পার্টির মেজর জেনারেল (অব.) সৈয়দ মোহাম্মদ ইবরাহিম। এই আসনে আওয়ামী লীগের মনোনীত কোনো প্রার্থী নেই। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমেদ সিআইপিকে ঋণখেলাপির অভিযোগে রিটার্নিং অফিসার এবং পরে নির্বাচন কমিশনারে আপিলে তার মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে কল্যাণ পার্টির সৈয়দ মোহাম্মদ ইবরাহিমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী বর্তমান এমপি জাফর আলমের প্রতিদ্বন্দ্বিতা হবে। কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনে আওয়ামী লীগের প্রার্থী আশেক উল্লাহ রফিক ছাড়া উল্লেখযোগ্য শক্ত কোনো প্রার্থী নেই। তবে এই আসনে আওয়ামী লীগের আশেক উল্লাহ রফিকের সঙ্গে বিএনএম-এর প্রার্থী শরীফ বাদশার মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কক্সবাজার-৩ সদর, রামু ও ঈদগাঁও আসনে আওয়ামী লীগের সাইমুম সরওয়ার কমলের সঙ্গে কল্যাণ পার্টির মহাসচিব আবদুল আওয়াল মামুনের মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে এই আসনে আওয়ামী লীগের শাহীন আক্তারের সঙ্গে জাতীয় পার্টির প্রার্থী নুরুল আমিন ভুট্টোর মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। শাহীন আক্তার এই আসনের সাবেক এমপি আবদুর রহমান বদির স্ত্রী। দুদকের মামলার কারণে বদি নির্বাচন করতে না পারায় তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর