বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

যশোরে স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে নৌকা

জেলার ছয়টি আসনে শেষ পর্যন্ত বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন

সাইফুল ইসলাম, যশোর

যশোরের ছয়টি আসনের মধ্যে পাঁচটিতেই নৌকার প্রার্থীরা নিজ দলের স্বতন্ত্র প্রার্থীদের চ্যালেঞ্জের মুখে পড়েছেন। জেলার ছয়টি আসনে শেষ পর্যন্ত বিভিন্ন দলের ৩২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় টিকে আছেন। তারপরও সব আসনেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে নৌকা ও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, জেলার পাঁচটি আসনেই নৌকার প্রার্থীদের রীতিমতো চ্যলেঞ্জ ছুড়ে দিয়েছেন একই দলের স্বতন্ত্র প্রার্থীরা। বেশি সংখ্যক ভোটার যদি ভোট কেন্দ্রে যেতে পারেন, তা আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীদের জন্য আশীর্বাদ হয়ে দেখা দেবে বলে দলটির নেতা-কর্মীরা মনে করছেন। যশোর-১ আসনে নৌকা প্রতীক নিয়ে পরপর তিনবারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবার চতুর্থবারের মতো প্রার্থী হয়েছেন। এখানে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন বেনাপোল পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন। দুজনই দলের দুটি অংশের নেতৃত্ব দেন। বেনাপোল পৌরসভার সাবেক মেয়র লিটন টানা তিনবারের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলবেন বলে স্থানীয়রা মনে করছেন। যশোর-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন মো. তৌহিদুজ্জামান তুহিন। তার বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের দুই নেতা। সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম ও চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। যশোর-৩ আসনে গত দুবারের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবারও নৌকার প্রার্থী হয়েছেন। একই দল থেকে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ। এ আসনে নৌকার প্রার্থীর সঙ্গে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী মোহিত কুমার নাথের।

যশোর-৫ আসনে নৌকার প্রার্থী হয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তবে এবার তিনি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এস এম ইয়াকুব আলীর চ্যালেঞ্জের মুখে পড়বেন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিমন্ত্রীকে তিনি কতটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবেন, তা নির্ভর করবে ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কত বেশি হয় তার ওপর। যশোর-৬ আসনে আওয়ামী লীগের প্রার্থী হয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। অন্য আসনগুলোর মতো এখানেও তিনি স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ নেতা এইচ এম আমির হোসেনের চ্যালেঞ্জের মুখে পড়বেন বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ খবর