রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

চট্টগ্রামের ১০ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

মুহাম্মদ সেলিম, চট্টগ্রাম

চট্টগ্রামের ১০ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬ আসনে নির্বাচনি যুদ্ধ জমে উঠেছে। প্রচার-প্রচারণার মধ্যেই চলছে ভোটের হিসাবনিকাশ। চট্টগ্রামে ১৬ আসনের মধ্যে ৬টি আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যোজন যোজন এগিয়ে রয়েছেন। বাকি ১০ আসনে অগ্নিপরীক্ষায় পড়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা। এ আসনগুলোতে ত্রিমুখী ও চতুর্মুখী পরীক্ষায় পড়েছেন হেভিওয়েট প্রার্থীরা।

চট্টগ্রাম-১ আসনে ভোটযুদ্ধে অবতারণা হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মাহবুব-উর রহমান রুহেলসহ সাত প্রতিদ্বন্দ্বী। কিন্তু পাঁচ দল মনোনীত প্রার্থীকে ছাপিয়ে এ আসনে মূল যুদ্ধ হবে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ গিয়াস উদ্দীনের সঙ্গে। চট্টগ্রাম-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত খাদিজাতুল আনোয়ার সনিসহ আট প্রতিদ্বন্দ্বী। তবে এ আসনে চার প্রার্থীর মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই। এ আসনে সনিকে টেক্কা দেবেন স্বতন্ত্র প্রার্থী হোসাইন মো আবু তৈয়ব, সুপ্রিম পার্টির প্রধান সৈয়দ সাইফুদ্দীন আহমেদ এবং বতর্মান এমপি নজিবুল বশর মাইজভান্ডারী। চট্টগ্রাম-৫ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে এ আসন থেকে টানা নির্বাচিত হওয়া জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ ও প্রগতিশীল গণতান্ত্রিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি ভিপি মোহাম্মদ নাজিম উদ্দিনের। চট্টগ্রাম-৩ আসনে আটজন প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ মনোনীত মাহফুজুর রহমান মিতার সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই হবে স্বতন্ত্র প্রার্থী ও স্বাচিপ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. জামাল উদ্দিনের। চট্টগ্রাম-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে জাতীয় পার্টির প্রার্থী সোলায়মান আলম শেঠ ও স্বতন্ত্র প্রার্থী আবদুচ ছালামের মধ্যে। চট্টগ্রাম-১০ আসনে লড়াই হবে সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলম ও আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন বাচ্চুর মধ্যে। চট্টগ্রাম-১১ আসনে লড়াই হবে বর্তমান এমপি এম এ লতিফ ও স্বতন্ত্র প্রার্থী জিয়াউল হক সুমনের মধ্যে। চট্টগ্রাম-১৪ আসনে বর্তমান এমপি নজরুল ইসলাম চৌধুরীর সঙ্গে ত্রিমুখী লড়াই হবে বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের প্রার্থী সেহাব উদ্দিন মুহাম্মদ আবদুস সামাদ ও স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুল জব্বার চৌধুরীর। চট্টগ্রাম-১৫ আসনে আওয়ামী লীগ প্রার্থী আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর অগ্নিপরীক্ষা নেবেন স্বতন্ত্র প্রার্থী আবদুল মোতালেব। চট্টগ্রাম-১৬ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান।

 

সর্বশেষ খবর