রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

দিনাজপুরের চার আসনে গলার কাঁটা স্বতন্ত্র

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের চার আসনে গলার কাঁটা স্বতন্ত্র

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনের মধ্যে দিনাজপুর-১, ৩, ৪ ও ৬ এ চারটি আসনেই গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছেন একই দলের স্বতন্ত্র প্রার্থীরা। এরই মধ্যে ভোটারদের মাঝে শুরু হয়েছে ভোটের হিসাবনিকাশ। এসব আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের বিরুদ্ধে ভোটের লড়াইয়ে ট্রাক প্রতীক নিয়ে মাঠে নেমেছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীরা। এসব স্বতন্ত্র প্রার্থীর মধ্যে সাবেক এমপি, উপজেলা চেয়ারম্যান, প্রভাবশালী আওয়ামী লীগ নেতা রয়েছেন। তাই এসব আসনে স্বতন্ত্র ট্রাক মার্কার প্রার্থীর সঙ্গে নৌকার প্রার্থীদের হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে মনে করছেন সাধারণ ভোটাররা।

দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল (নৌকা), জাতীয় পার্টির শাহিনুর ইসলাম (লাঙ্গল), ওয়ার্কার্স পার্টির আবদুল হক (হাতুুড়ি), এনপিপির প্রার্থী মো. জহুরুল ইসলাম (আম)।

দিনাজপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত হুইপ ইকবালুর রহিম (নৌকা), স্বতন্ত্র প্রার্থী দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন (ট্রাক), জাতীয় পার্টির আহাম্মেদ শফি রুবেল (লাঙ্গল), ইসলামী ঐক্যজোটের মো. ফরহাদ আলম (মিনার), এনপিপির পারুল সরকার লিমা (আম), বাংলাদেশ মুসলিম লীগের আবদুস সালাম (হাতপাঞ্জা)।

দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন- আওয়ামী লীগের সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী (নৌকা), স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও সদ্য সাবেক চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক (ট্রাক), জাতীয় পার্টির মোনাজাত চৌধুরী (লাঙ্গল) ও এনপিপির প্রার্থী আজিজা সুলতানা (আম)। দিনাজপুর ৬ (বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর, ঘোড়াঘাট) আসনে আওয়ামী লীগ মনোনীত তিনবারের সংসদ সদস্য শিবলী সাদিক (নৌকা), স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ থেকে বিজয়ী সাবেক সংসদ সদস্য আজিজুল হক চৌধুরী (ট্রাক), জাসদের শাহ আলম বিশ্বাস (মশাল), তৃণমূল বিএনপির মোফাজ্জল হোসেন (সোনালি আঁশ)।

সর্বশেষ খবর