রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

যশোর-১ আসনে লড়াই সমানে সমান

বেনাপোল প্রতিনিধি

যশোর-১ আসনে লড়াই সমানে সমান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বর্তমান সংসদ সদস্য শেখ আফিল উদ্দিনের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম লিটনের সমানে সমান লড়াই হবে। নির্বাচনে বিজয়ী হতে জোর প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন লিটনের সমর্থকরা। উপজেলা আওয়ামী লীগের একটি বড় অংশ লিটনের পক্ষে কাজ করছে। এদিকে টানা তিনবার ক্ষমতায় আকিজ গ্রুপের অন্যতম পরিচালক শেখ আফিল উদ্দিন এমপির সমর্থকরা চতুর্থবারের মতো জয়ের মুকুট ঘরে তুলতে দিনরাত কাজ করে যাচ্ছেন। তাঁর সমর্থকরা বিগত দিনে দেশে ব্যাপক উন্নয়নের কথা জোরেশোরে প্রচার করে দলীয় কর্মী ছাড়াও ভাসমান ভোটারদের কাছে টানার চেষ্টা করছেন। এ ছাড়া বিএনপি ঘরানার ভোটারদের টানতে নানা কৌশল গ্রহণ করেছেন দুই প্রার্থীই। ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের বেশির ভাগ নেতা-কর্মী আফিল উদ্দিনের পক্ষে কাজ করলেও নির্বাচন নিরপেক্ষ হলে বৈতরণি পার হওয়া খুব সহজ হবে না। এদিকে প্রায় এক যুগ বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন এক দশক ধরে উপজেলার প্রতিটি গ্রামে নিজস্ব বলয় তৈরি করেছেন। নিজস্ব কর্মী বাহিনীর পাশাপাশি মনোনয়নবঞ্চিত অপর দুই নেতার আনুকূল্য তিনি পাবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাঁর সমর্থক-কর্মীরা আশার বাণী শোনাচ্ছেন এলাকাবাসীদের। আশরাফুল আলম লিটনের কর্মীরা আশা করছেন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে জয়ের ব্যাপারে তাঁরা শতভাগ আশাবাদী।

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর