সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

রাজধানীতে কারও সহজ জয়, কারও লড়াই

সোহেল সানি

রাজধানীতে কারও সহজ জয়, কারও লড়াই

রাজধানী ঢাকাকে কেন্দ্র করে দেশের রাজনীতি। তাই গোটা জাতির চোখ ঢাকার রাজনীতির ওপর। অবশ্য নির্বাচনে বিএনপি না থাকায় প্রচার-প্রচারণায় তেমন জৌলুস নেই। ১৫টি আসনের মধ্যে বেশির ভাগেই শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। মাত্র চার-পাঁচটি আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

রাজধানীর আসনগুলো হচ্ছে- ঢাকা-৪, ঢাকা-৫, ঢাকা-৬, ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-৯, ঢাকা-১০, ঢাকা-১১, ঢাকা-১২, ঢাকা-১৩, ঢাকা-১৪, ঢাকা-১৫, ঢাকা-১৬, ঢাকা-১৭ এবং ঢাকা-১৮। ঢাকা-১, ঢাকা-২, ঢাকা-৩, ঢাকা-১৯ এবং ঢাকা-২০ রাজধানীর বাইরের আসন।

প্রতিদ্বন্দ্বী নৌকার সঙ্গে ট্রাক ও ঈগল। রাজধানীতে লাঙ্গল প্রতীকের প্রার্থী শুধু একটি আসনে ঢাকা-১৭। যে আসনে আওয়ামী লীগ নৌকার প্রার্থীকে প্রত্যাহার করিয়েছে। ঢাকা-৪ আসনে আবু হোসেন বাবলা লাঙ্গল নিয়ে নৌকার বিরুদ্ধে লড়ছেন। এ আসনটিতে সমঝোতা না হওয়ায় নৌকা ও লাঙ্গল লড়াইয়ে রয়েছে। সঙ্গে যুক্ত হয়েছেন ট্রাক প্রতীকের প্রার্থী। মূলত ঢাকা-৪ আসনে ত্রিমুখী লড়াই হতে পারে। এ আসনে আওয়ামী লীগের নৌকার প্রার্থী সানজিদা খানম। জাতীয় পার্টির লাঙ্গলের সৈয়দ আবু হোসেন বাবলা। স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের ড. আওলাদ হোসেন।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন ঈগল প্রতীক নিয়ে মোহাম্মদ মনির হোসেনও। তৃণমূল বিএনপির রফিকুল ইসলামও আছেন সোনালি আঁশ প্রতীকে।

ঢাকা-৪ আসনের প্রার্থী সানজিদা খানম সাবেক সংসদ সদস্য। সাবেক সংসদ সদস্য আবু হোসেন বাবলাও। ড. আওলাদ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী।

ঢাকা-৫ আসনেও কিছুটা প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে। নৌকার সঙ্গে ঈগলের। এই আসনে নৌকার প্রার্থী অবিভক্ত ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনর রশীদ মুন্না এবং স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের মশিউর রহমান মোল্লা সজল। স্বতন্ত্র প্রার্থী সজলের পিতা এই আসনের প্রয়াত সংসদ সদস্য ও ডেমরা থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান মোল্লা।

ঢাকা-৬ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন। তিনি অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ হানিফের পুত্র। এ আসনে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। আসনটিতে প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকে কাজী সিরাজুল ইসলাম, বাইসাইকেল প্রতীকে সৈয়দ নাজমুল হুদা, ছড়ি প্রতীকে আকতার হোসেন, মাছ প্রতীকে আমিনুল ইসলাম সরকার, আম প্রতীকে আবু হামিদুর রেজা খান ভাসানী ও মিনার প্রতীকে রবিউল আলম মজুমদার।

ঢাকা-৭ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ সোলায়মান সেলিম। তিনি বর্তমান সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের পুত্র। এ আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির সাইফুদ্দিন আহমেদ মিলন। এ ছাড়া আম প্রতীকে মাসুদ পাশা, মশাল প্রতীকে ইদ্রিস পাটোয়ারী, ছড়ি প্রতীকে নুরজাহান বেগম ও একতারা প্রতীকে আফসার আলী।

ঢাকা-৮ আসনে নৌকা প্রতীকের প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এ আসনটিতে প্রতিদ্বন্দ্বিতার কোনো আভাস নেই। তার বিজয় একরকম সুনিশ্চিত। যদিও ৯ জন প্রার্থী রয়েছেন। এরা হলেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে জুবের আলম খান, ইসলামী ঐক্যজোটের মিনার প্রতীকে আবু নোমান জিয়াউল হক মজুমদার, তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকে এম এ ইউসুফ, ছড়ি প্রতীকে নুরজাহান বেগম, ফুলের মালা নিয়ে তরিকত ফেডারেশনের মোস্তাফিজুর রহমান, আম প্রতীকে আবুল কালাম জুয়েল, একতারা প্রতীকে সুপ্রিম পার্টির খন্দকার এনামুল নাছির, ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকে এস এম সরওয়ার।

ঢাকা-৯ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন বর্তমান সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী কাজী আবুল খায়েরসহ বিভিন্ন প্রতীকে আটজন প্রার্থী থাকলেও শক্ত প্রতিদ্বন্দ্বিতা নেই। এ আসনটিতে মাছ প্রতীকে তাহমিনা আক্তার নামে একজন নারী প্রার্থীও রয়েছেন।

ঢাকা-১০ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন চিত্রনায়ক ফেরদৌস আহমেদ। লাঙ্গল প্রতীক নিয়ে জাতীয় পার্টির প্রার্থী হাজী মোহাম্মদ শাহজাহানসহ বিভিন্ন প্রতীকে আরও চারজন প্রার্থী থাকলেও প্রতিদ্বন্দ্বিতা নেই আসনটিতে।

ঢাকা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী নৌকার মোহাম্মদ ওয়াকিল উদ্দিন। জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে লড়াইয়ে আছেন শামীম আহমেদ।

এ আসনে দুজন নারী রয়েছেন। এরা হলেন একতারা প্রতীকে সুপ্রিম পার্টির ফারাহনাজ হক চৌধুরী ও টেলিভিশন প্রতীকে সাদিকুন নাহার খান। নাঈম হাসান তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীকের প্রার্থী। এ ছাড়া এ আসনে আম প্রতীকে মিজানুর রহমান, নোঙ্গর প্রতীকে হোসেন আহমেদ আশিক, ডাব প্রতীকে মুহাম্মদ মিজানুর রহমান, মাছ প্রতীকে শেখ মোস্তাফিজুর রহমান।

ঢাকা-১২ আসনে নৌকা প্রতীকের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। এ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী খোরশেদ আলম খুশু। এ আসনে প্রার্থী টেলিভিশন প্রতীকে আতিকুর রহমান নাজিম, মোমবাতি প্রতীকে আবদুল হাকিম। ঢাকা-১২ আসনে মূলত কোনো লড়াই নেই।

ঢাকা-১৩ আসনে আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক নৌকা নিয়ে লড়ছেন। এ আসনটিতে সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের বিরুদ্ধে কোনো শক্ত প্রতিদ্বন্দ্বী নেই। ছড়ি প্রতীকে শাহাবুদ্দিন, একতারা প্রতীকে সোহেল সামাদ বাচ্চু, ফুলের মালা প্রতীকে কামরুল আহসান, টেলিভিশন প্রতীকে জাহাঙ্গীর কামাল ও মোমবাতি প্রতীকে জাফর ইকবাল নান্টু প্রার্থী।

ঢাকা-১৪ আসনে মাইনুল হোসেন খান নিখিল নৌকার প্রার্থী। এ আসনে স্বতন্ত্র প্রার্থী সাবিনা আক্তার তুহিন। আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের সঙ্গে সংরক্ষিত মহিলা আসনের সাবেক সদস্য সাবিনা আক্তার তুহিনের লড়াইয়ে আভাস পাওয়া যাচ্ছে। এ আসনটিতে ১৫ জন প্রার্থী রয়েছেন বিভিন্ন প্রতীকে।

ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগের নৌকা প্রার্থী বর্তমান সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। তৃণমূল বিএনপির সোনালি আঁশ প্রতীক নিয়ে ডা. খন্দকার ইমদাদুল হক, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে সামসুল হক, আম প্রতীকে নাজমা বেগম, টেলিভিশন প্রতীকে এস এম ইসলাম, ডাব প্রতীকে আশরাফ হোসাইন সরকার আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে না।

ঢাকা-১৬ আসনেও তেমন প্রতিদ্বন্দ্বিতার খবর পাওয়া যাচ্ছে না। আসনটিতে আওয়ামী লীগের নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য মো. ইলিয়াস উদ্দিন মোল্লা। স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে সালাউদ্দিন রবিন। জাতীয় পার্টির লাঙ্গল প্রার্থী আমানত হোসেন। এ ছাড়া প্রার্থী রয়েছেন টেলিভিশন প্রতীকে সজীব কায়সার, একতারা প্রতীকে তৌহিদুল ইসলাম, আম প্রতীকে তারিকুল ইসলাম।

ঢাকা-১৭ আসনে নৌকার প্রার্থী মোহাম্মদ আলী আরাফাত। এ আসনে বিকল্পধারার কুলা প্রতীকে লড়াইয়ে আছেন আইনুল হক ও স্বতন্ত্র প্রার্থী আরাফাত আশওয়াদ ইসলাম। এ আসনের বর্তমান সংসদ সদস্য আরাফাতের শক্ত প্রতিদ্বন্দ্বিতা নেই।

ঢাকা-১৮ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক নিয়ে লড়াই করছেন শেরীফা কাদের। সংসদে বিরোধীদলীয় উপনেতা জি এম কাদেরের সহধর্মিণী তিনি। আওয়ামী লীগ এ আসনটিতে বর্তমান সংসদ সদস্য হাবিব হাসানকে মনোনয়ন দিয়েছিল। কিন্তু আসন ভাগাভাগির সমীকরণে আসনটি জাতীয় পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। তারপরও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ধারণা করা হচ্ছে এ আসনে। স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকে খসরু চৌধুরী ও ট্রাক প্রতীকে এস এম তোফাজ্জল হোসেন। ত্রিমুখী লড়াই হতে পারে আসনটিতে। এ আসনে ঈগল প্রতীকে বশির উদ্দিন, টেলিভিশন প্রতীকে এস এম আবুল কালাম আজাদ, ছড়ি প্রতীকে ফাহমিদা হক সুকন্যা, সোনালি আঁশ প্রতীকে মুফিজুর রহমান, মোড়া প্রতীকে নাজিম উদ্দীন ও আম প্রতীকে জাকির হোসেন ভূইয়াও প্রার্থী।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর