সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ-বিএনপি নেতাদের কাছে কোণঠাসা শরিকরা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

স্বতন্ত্র প্রার্থী আওয়ামী লীগ-বিএনপি নেতাদের কাছে কোণঠাসা শরিকরা

আসন্ন সংসদ নির্বাচনে বগুড়ার সাতটি আসনে আওয়ামী লীগের শরিকদের কেউই ভালো অবস্থানে নেই। সাতটি আসনের মধ্যে আওয়ামী লীগ তিনটি শরিকদের দিলেও নিশ্চিত জয়ের সম্ভাবনা ক্ষীণ। আওয়ামী লীগ ও বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বেকায়দায় রয়েছেন এসব শরিক দলের প্রার্থীরা। বগুড়া-১ আসনে জাতীয় পার্টি (জাপা) থেকে লাঙ্গল প্রতীক নিয়ে মো. গোলাম মোস্তফা বাবু, জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. হাসান আকবর আফজাল। এই আসনে আওয়ামী লীগের প্রার্থী সাহাদারা মান্নান। বগুড়া-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী প্রত্যাহার করে নেওয়ার পর লাঙ্গল প্রতীক নিয়ে জাপার প্রার্থী শরিফুল ইসলাম জিন্নাহ এমপি। এ আসনের বিএনপির সাবেক নেত্রী স্বতন্ত্র প্রার্থী বিউটি বেগম প্রচারে নেমেছেন। বগুড়া-৩ জাসদ থেকে মশাল নিয়ে মো. আবদুল মালেক সরকার এবং লাঙ্গল নিয়ে নির্বাচন করছেন বর্তমান এমপি মো. নুরুল ইসলাম তালুকদার। এখানে প্রচারণা চালাচ্ছে  স্বতন্ত্র প্রার্থী অজয় সরকার ও খান মো. সাইফুল্লাহ আল মেহেদী। বগুড়া-৪ আসনে জাসদ থেকে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন বর্তমান এমপি এ কে এম রেজাউল করিম তানসেন। এ ছাড়া লাঙ্গলের প্রার্থী শাহীন মোস্তফা কামাল। এখানে তানসেন এগিয়ে আছেন। বগুড়া-৫ আসনে জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে মো. রাসেল মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করলেও আওয়ামী লীগ প্রার্থী মজিবুর রহমান মজনু প্রচারণায় এগিয়ে আছেন। বগুড়া-৬ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন করছেন মো. আজিজ আহম্মেদ রুবেল। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী বর্তমান এমপি রাগেবুল আহসান রিপু এগিয়ে আছেন। বগুড়া-৭ আসনে লাঙ্গল প্রতীক নিয়ে এ টি এম আমিনুল ইসলাম, মশাল প্রতীক নিয়ে মো. আবদুর রাজ্জাক, জাতীয় পার্টি-জেপি থেকে মো. আবদুল মজিদ নির্বাচন করছেন। এখানে আওয়ামী লীগের ডা. মোস্তফা আলম নান্নু এবং স্বতন্ত্র প্রার্থী সরকার বাদলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সর্বশেষ খবর