সোমবার, ২৫ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

ফেনী-৩ আসনে ছেলে আছে বাবা নেই, স্বামী আছে স্ত্রী নেই

ফেনী প্রতিনিধি

ফেনী-৩ আসনে ছেলে আছে বাবা নেই, স্বামী আছে স্ত্রী নেই

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬৭, ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়ার কথা ছিল বাবা-ছেলে ও স্বামী-স্ত্রীর। কিন্তু তা হয়ে ওঠেনি। মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে বাদ পড়েছেন ছেলে। পরে অবশ্য হাই কোর্টের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন ছেলে। তবে বাবা আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থী আবুল বাশার কেন্দ্রীয় নির্দেশে তার মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। আবার মনোনয়ন যাচাই-বাছাইয়ে স্বামী টিকলেও স্ত্রীর মনোনয়ন বাতিল হয়ে যায়। এ আসনে দলীয় ও স্বতন্ত্র মিলিয়ে মোট ১৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে চারজন ছিলেন বাবা-ছেলে ও স্বামী-স্ত্রী। একই আসনে বাবা-ছেলে ও স্বামী-স্ত্রী প্রার্থী হওয়ায় বেশ আলোচনা ছিল নির্বাচনি এলাকাজুড়ে। যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বায়রার সভাপতি আবুল বাশার আওয়ামী লীগের মনোনয়ন পান। কিন্তু এ আসনটি মহাজোট মনোনীত প্রার্থীকে ছেড়ে দিতে হয় তাকে। দলীয় সিদ্ধান্তে তার মনোনয়নটি প্রত্যাহার করা হয়। বাবার মনোনয়ন প্রত্যাহার হলেও ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবুল বাশারের ছেলে কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ সৈকত (কাঁচি মার্কা)। অপরদিকে সৌদি আরব জেদ্দা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহ এবং তার স্ত্রী পারভীন আক্তার মনোনয়নপত্র সংগ্রহ করলেও যাচাই-বাছাইয়ে পারভীন আক্তার স্বতন্ত্র প্রার্থী হিসেবে ১ শতাংশ ভোটার সংক্রান্ত জটিলতায় বাদ পড়েন। এবারের জাতীয় নির্বাচনকে আরেকটি সুযোগ হিসেবে দেখছেন সাবেক সংসদ সদস্য রহিম উল্যাহ। তিনি বলেন, নির্বাচন করার জন্য দলের স্বতন্ত্র প্রার্থীদের বাধা নেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলাকায় আমার জনপ্রিয়তা আরেকবার প্রমাণ করতে চাই। দশম জাতীয় নির্বাচনের মতো ভোটাররা আমাকে আবারও নির্বাচিত করবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যাব। স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশতিয়াক আহম্মেদ সৈকত বলেন, আগে থেকেই নির্বাচনের মাঠ গোছানো আছে। জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করতে উন্মুখ হয়ে আছেন।

সর্বশেষ খবর