বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা

আলোচনায় এ কে আজাদ ও শামীম হক

ফরিদপুর প্রতিনিধি

আলোচনায় এ কে আজাদ ও শামীম হক

এ আসনে মনোনয়ন নিয়ে বেশ আলোচনার সৃষ্টি হয়। আওয়ামী লীগ প্রার্থী শামীম হক ও এ কে আজাদ পরস্পর দ্বৈত নাগরিক দাবি করে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ দাখিল করেন। তবে সে দাবি নাকচ হয়। পরে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের এ কে আজাদ নির্বাচন কমিশনে অভিযোগ দাখিল করেন। নির্বাচন কমিশন আওয়ামী লীগ প্রার্থী শামীম হকের প্রার্র্থিতা বাতিল করে। এ নিয়ে হাই কোর্টে রিট করেন শামীম হক। হাই কোর্ট নির্বাচন কমিশনের আদেশ বহাল রাখেন। ফলে আওয়ামী লীগ প্রার্থী শামীম হক সুপ্রিম কোর্টে আপিল করে প্রার্থিতা ফিরে পান। শামীম হকের প্রার্থিতা বাতিলে ফের আপিল বিভাগে আবেদন করেন স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ। ২ জানুয়ারি এর রায় হওয়ার কথা।

সর্বশেষ খবর