শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
নরসিংদী-৪

তুমুল প্রতিদ্বন্দ্বিতা নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর

নরসিংদী প্রতিনিধি

তুমুল প্রতিদ্বন্দ্বিতা নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর

সরগরম হয়ে উঠেছে নরসিংদী-৪ মনোহরদী-বেলাবো আসনের নির্বাচনের মাঠ। এবার নরসিংদীর পাঁচটি আসনের মধ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে তিনটি আসনে। এদের মধ্যে বর্তমান মন্ত্রী, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্যও রয়েছেন। দ্বাদশ সংসদ নির্বাচনে বিএনপি অংশ না নিলেও এই শূন্যতা পূরণ করেছেন স্বতন্ত্র প্রার্থীরা। ফলে নরসিংদীর-বেলাবো মনোহরদীর নির্বাচনে মাঠে নৌকার সঙ্গে স্বতন্ত্র প্রার্থীর তুমুল প্রতিযোগিতা হবে বলে ধারণা ভোটারদের। ফলে বেশ চাঙা ও জমজমাট নির্বাচনের মাঠ। উঠান বৈঠক, প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর কর্মী-সমর্থকরা।

নরসিংদী-৪ (মনোহরদী ও বেলাবো) আসনে প্রার্থী পাঁচজন। বর্তমান এমপি ও শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন নৌকা প্রতীক আর ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে শিল্পমন্ত্রীর বিরুদ্ধে লড়ছেন পাঁচবারের সাবেক উপজেলা চেয়ারম্যান সাইফুল ইসলাম বিরু। এ ছাড়া বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট এমদাদুল হক দোলন, জাতীয় পার্টির মো. কামাল হোসেন ও জাকের পার্টি থেকে ফয়সাল মিয়া প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিরু সমর্থকরা বলছেন, এবার নরসিংদী-৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াই হবে। ছিটকে পড়তে পারেন বর্তমান এমপি নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন। তবে প্রতিপক্ষের বাতাস উড়িয়ে দিয়ে হুমায়ুন সমর্থকরা বলছেন, এমপি হুমায়ুন মনোহরদী-বেলাবোতে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। তাই মনোহরদী-বেলাবোর মানুষ নৌকাকেই বেছে নেবে।

সর্বশেষ খবর