শিরোনাম
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
যশোর-১

লড়াই ত্রিমুখী হাড্ডাহাড্ডি নৌকা-ট্রাকের

নিজস্ব প্রতিবেদক, যশোর

লড়াই ত্রিমুখী হাড্ডাহাড্ডি নৌকা-ট্রাকের

যশোর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আওয়ামী লীগের দুই নেতা শেখ আফিল উদ্দিনের নৌকা ও আশরাফুল আলম লিটনের ট্রাক প্রতীকের মধ্যে। ভোটের এই যুদ্ধে লাঙল প্রতীকের মো. আক্তারুজ্জামান এখনো রিঙের বাইরে আছেন বলেই স্থানীয়দের কাছে মনে হচ্ছে। আওয়ামী লীগের ভোটাররা স্পষ্টতই নৌকা ও ট্রাক প্রতীকে বিভক্ত। শেষ সময়ে ভোটারদের কাছে টানতে দুই প্রার্থীই এলাকার মাঠঘাট চষে বেড়াচ্ছেন। ভোটারদের কাছে উন্নয়নের তালিকা তুলে ধরছেন নৌকা প্রতীকের প্রার্থী দেশের অন্যতম বৃহৎ শিল্প গ্রুপ আকিজ পরিবারের সন্তান শেখ আফিল উদ্দিন। অন্যদিকে শার্শা উপজেলাকে সন্ত্রাসমুক্ত জনপদ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ট্রাক প্রতীকের প্রার্থী বেনাপোল পৌরসভার সাবেক মেয়র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুল আলম লিটন। ২০০৮ সাল থেকে এ আসনে একটানা নৌকার হাল ধরে রেখেছেন শেখ আফিল উদ্দিন। এবারও চতুর্থবারের মতো নৌকা পেয়েছেন।

বিপরীতে নৌকার হাল ধরতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন জেলা আওয়ামী লীগের নেতা আশরাফুল আলম লিটন। কিন্তু নৌকা না পেলেও এবার সুযোগ পেয়েছেন একটু অন্যভাবে। স্বতন্ত্র হিসেবে বসেছেন ট্রাকের ড্রাইভিং সিটে। শার্শায় এ দুই নেতার দ্বন্দ্ব অনেক পুরনো এবং তা সবারই জানা। সুযোগ পেলেই একে অন্যকে দেখে নিতে পিছপা হন না। এসব দ্বন্দ্বের জের ধরে দলের মধ্যেই হামলার ঘটনা ঘটেছে।

 

সর্বশেষ খবর