শিরোনাম
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
গোপালগঞ্জ-১

নৌকা ঈগলে লড়াই

গোপালগঞ্জ প্রতিনিধি

নৌকা ঈগলে লড়াই

গোপালগঞ্জের মুকসুদপুর ও কাশিয়ানীর একাংশ নিয়ে গোপালগঞ্জ-১ আসন। এ আসন থেকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মুহাম্মদ ফারুক খান বিগত পাঁচবার জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন। কিন্তু এ বছর সমীকরণ ভিন্ন। মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী সদ্য পদত্যাগ করা মুকসুদপুর উপজেলা চেয়ারম্যান মো. কাবির মিয়া। এ আসনে জাতীয় পার্টি, ন্যাশনাল পিপলস পার্টি, তৃণমূল বিএনপিরও প্রার্থী রয়েছে। ভোটার ও সমর্থকরা মনে করেন স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের মো. কাবির মিয়ার সঙ্গে নৌকার প্রার্থী মুহাম্মদ ফারুক খানের হাড্ডাহাড্ডি লড়াই হবে। ওই আসনের অনেকে মনে করছেন দীর্ঘদিন ফারুক খান এমপি থাকায় সুবিধাবাদী লোকজন তাকে ঘিরে রেখেছে। ত্যাগী আওয়ামী লীগ কর্মীরা মূল্যায়ন পাচ্ছেন না। এ ছাড়া স্থানীয় নির্বাচনে জনবিচ্ছিন্নদের মনোনয়ন দেওয়ায় এলাকায় তার বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। জয়ী হন স্বতন্ত্র প্রার্থী। ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের বেশির ভাগ প্রার্থীর ভরাডুবি হয়েছে। এসব কারণে জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী কাবির মিয়ার সঙ্গে মুহাম্মদ ফারুক খানের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন এলাকার ভোটাররা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান টুটুল বলেন, ফারুক খান এলাকায় ব্যাপক উন্নয়ন করেছেন। যে কারণে তাকে সবাই পছন্দ করে ও ভালোবাসে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর