শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
পটুয়াখালী-৩

নৌকায় ছোঁ মারতে পারে ঈগল!

পটুয়াখালী প্রতিনিধি

নৌকায় ছোঁ মারতে পারে ঈগল!

পটুয়াখালী-৩ আসনে নির্বাচনি লড়াই জমে উঠেছে। চলছে নৌকা বনাম ঈগল প্রতীকের প্রার্থীর মধ্যে জোর প্রচার। এ আসনটি নৌকার ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর হয়ে নৌকার বিপক্ষে অবস্থান নিয়েছেন দুই উপজেলার অধিকাংশ নেতা। তাই এবার নৌকাকে ছোঁ মারতে পারেন দলের মনোনয়নবঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের লে. জেনারেল (অব.) আবুল হোসেন; এমনই জল্পনা ভোটারদের মধ্যে। তিনি বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) সাবেক মহাপরিচালক। বর্তমান এমপি নৌকা মার্কার প্রার্থী এস এম শাহজাদা। গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ দে বলেন, ‘গত পাঁচ বছরে কতিপয় ব্যক্তির উন্নয়ন হয়েছে। কিন্তু এলাকার যথাযথ উন্নয়ন হয়নি।’ দশমিনা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ লিটন বলেন, ‘আমরা যার পক্ষে অবস্থান নিয়েছি, তিনিও আওয়ামী লীগ পরিবারের সন্তান। স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করা যাবে না, এমন নির্দেশনা দেয়নি দল। বরং নির্বাচন উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার জন্য স্বতন্ত্র প্রার্থীদের উৎসাহিত করা হয়েছে।’ এসব বিষয়ে নৌকার প্রার্থীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী সাবেক বিজিবি মহাপরিচালক লে. জে. (অব.) আবুল হোসেন বলেন, ‘গলাচিপা-দশমিনা এ দুই উপজেলার মানুষ পরিবর্তন চায়। তারা গত পাঁচ বছর উন্নয়নবঞ্চিত। আমি দেশের জন্য যেভাবে কাজ করেছি, এখন আমার এলাকার মানুষের জন্যও কাজ করতে মাঠে নেমেছি। সবাই আমাকে সাদরে গ্রহণ করেছেন। জয়ের ব্যাপারে আমি আশাবাদী।’

সর্বশেষ খবর