শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
নওগাঁ-১

খাদ্যমন্ত্রীর চ্যালেঞ্জ স্বতন্ত্র প্রার্থী

নওগাঁ প্রতিনিধি

খাদ্যমন্ত্রীর চ্যালেঞ্জ স্বতন্ত্র প্রার্থী

নওগাঁ-১ (নিয়ামতপুর-পোরশা-সাপাহার) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জন্য চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছেন দলের স্বতন্ত্র প্রার্থী খালেকুজ্জামান তোতা। বিএনপি-জামায়াত-সমমনাদের বর্জনের এ ভোটে স্বতন্ত্র প্রার্থীর শক্ত অবস্থানের কারণে এ আসনে ভোটারদের সম্পৃক্ততা দৃশ্যত বেশি, প্রচারও জমজমাট। সরব নির্বাচনের মাঠ। আনুষ্ঠানিক প্রচার কার্যক্রম শুরুর পর থেকেই এ আসনের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও স্বতন্ত্র প্রার্থীর অনুসারীদের সংঘাত ঘটছে। এসব ঘটনায় পাল্টাপাল্টি মামলা ও অভিযোগও করা হয়েছে।

এ আসনে ২০০৮ সাল থেকে টানা তিনবার জয় লাভ করেছেন সাধন চন্দ্র মজুমদার। এ আসনে জাতীয় পার্টির প্রার্থী আকবর আলী। স্বতন্ত্র লড়ছেন নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি খালেকুজ্জামান তোতা ও পোরশা উপজেলা আওয়ামী লীগের সদস্য মাজেদ আলী। খালেকুজ্জামানের ট্রাক আর মাজেদ আলীর প্রতীক ঈগল। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সাধারণ ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও চন্দনগর ইউনিয়ন পরিষদের পাঁচবারের চেয়ারম্যান খালেকুজ্জামান তোতা দীর্ঘদিন ধরেই খাদ্যমন্ত্রীবিরোধী শিবিরের নেতৃত্ব দিয়ে আসছেন। আনুষ্ঠানিক প্রচার শুরুর পর সাধন চন্দ্র মজুমদার ও খালেকুজ্জামান মাঠে সরব রয়েছেন। দুজনের পক্ষেই ব্যাপক প্রচার চলছে। এবারের নির্বাচনে নেতা-কর্মী ও বিভিন্ন এলাকাভিত্তিক ভোটারের মধ্যে প্রাপ্তি-অপ্রাপ্তির হিসাবনিকাশ ফ্যাক্টর হিসেবে কাজ করতে পারে।

 

সর্বশেষ খবর