শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
রংপুর-১

দুজনের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই

নিজস্ব প্রতিবেদক, রংপুর

দুজনের মধ্যে হবে হাড্ডাহাড্ডি লড়াই

রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি করপোরেশন) আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন নয়জন প্রার্থী। এর মধ্যে জাতীয় পার্টির প্রার্থী হোসেন মকবুল শাহরিয়ার আসিফ (লাঙল), আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু (কেটলি), জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা স্বতন্ত্র প্রার্থী মসিউর রহমান রাঙ্গা (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী মোশাররফ হোসেন (মোড়া), বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন (হাতুড়ি), তৃণমূল বিএনপির বদরুদ্দোজা চৌধুরী (সোনালি আঁশ), স্বতন্ত্র প্রার্থী শাহিনুর আলম (ঈগল), ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান (আম), বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রায় (ডাব) প্রতীকে লড়ছেন। প্রতিদ্বন্দ্বিতা হবে মূলত মশিউর রহমান রাঙ্গা ও আসিফ শাহরিয়ারের মধ্যে। জানা গছে, এই আসনটিতে আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু এবং জাপা থেকে বহিষ্কৃত মসিউর রহমান রাঙ্গার মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে জাতীয় পার্টির প্রার্থী মাঠ গোছাতে পারলে লাঙল মার্কাও প্রতিদ্বন্দ্বিতায় থাকবে। এখানে তিন প্রতিদ্বন্দ্বীর সংসদ নির্বাচন করার অভিজ্ঞতা রয়েছে। এর মধ্যে জাতীয় পার্টির আসিফ শাহরিয়ার এবং মশিউর রহমান রাঙ্গা এমপি ছিলেন। আসাদুজ্জামান বাবলু এমপি হতে না পারলেও তিনি উপজেলা চেয়ারম্যান ছিলেন। এখানে অন্যান্য দলের প্রার্থীদের তেমন একটা প্রচারণা নেই। রংপুর-১ গঙ্গাচড়া আসনে ১৯৯১ সালে জাতীয় পার্টির থেকে নির্বাচিত হন প্রয়াত জাপা চেয়ারম্যান এইচ এম এরশাদ। নির্বাচিত হওয়ার পর ওই আসনটি ছেড়ে দেন এরশাদ।

সর্বশেষ খবর