শিরোনাম
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
গাজীপুর-২

রাসেল ও বুদ্দিনের নির্বাচনি লড়াই

গাজীপুর প্রতিনিধি

রাসেল ও বুদ্দিনের নির্বাচনি লড়াই

গাজীপুর-২ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল। অন্যদিকে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিন। এ আসনে নৌকা ও ট্রাক প্রতীকে লড়াই হবে বলে ভোটাররা মনে করছেন। স্থানীয় নেতা-কর্মীরা বলছেন, আওয়ামী লীগের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা কাজী আলিম উদ্দিন বুদ্দিনের। তার পক্ষে সরাসরি কাজ করছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী নয়জন। দুই প্রার্থীর প্রতীকে ভোট চেয়ে এলাকায় মাইকিং, পোস্টার ঝোলানো, লিফলেট বিতরণ ও পথসভা চলছে জোরেশোরে। সকাল থেকে রাত পর্যন্ত নির্বাচনি এলাকায় প্রার্থীরা তাদের দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা ও কুশলবিনিময় করছেন।

নৌকার প্রার্থী রাসেল বিগত দিনে এলাকায় যেসব উন্নয়ন কর্মকা করেছেন তা ভোটারদের সামনে তুলে ধরছেন। রাসেলের কর্মী-সমর্থকদের দাবি অতীতে গাজীপুরে যে উন্নয়ন হয়েছিল তা দেখে মানুষ অবশ্যই নৌকা মার্কায় ভোট দেবেন। আর আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী বুদ্দিনের সমর্থকরা নতুনকে সুযোগ দেওয়ার দাবি নিয়ে ভোটারদের সামনে নানা যুক্তি তুলে ধরছেন।

 

সর্বশেষ খবর