শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩ ০০:০০ টা
যশোর-৫

ঈগলের ঝাপটায় নৌকা দুলছে

নিজস্ব প্রতিবেদক, যশোর

ঈগলের ঝাপটায় নৌকা দুলছে

জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে যশোর-৫ আসনে ঈগলের ঝাপটা বেশ ভালোভাবেই টের পাচ্ছে নৌকা। দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনার পারদ চড়ছে। এরই মধ্যে কয়েক দফা মারপিটের ঘটনাও ঘটছে। দুই প্রার্থীর মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলনও হয়েছে। তারা একে অপরের বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটারের মধ্যে ৩৫ হাজার ৫১০ জন এবার নতুন ভোটার হয়েছেন। ১২৮টি ভোট কেন্দ্রে ভোটাররা ভোট প্রয়োগ করবেন। এর আগে বিএনপির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক কমিটির সদস্য মরহুম আফসার আহমেদ সিদ্দিকী, আওয়ামী লীগের বর্তমান প্রেসিডিয়াম সদস্য পীযূষ কান্তি ভট্টাচার্য, আওয়ামী লীগ নেতা মরহুম খান টিপু সুলতান, জমিয়তে উলামায়ে ইসলামের মরহুম মুফতি ওয়াক্কাসের মতো নেতারা এ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ২০১৪-তে নৌকা প্রতীকের খান টিপু সুলতানের মতো নেতাকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন স্বপন ভট্টাচার্য। তবে পরেরবার ২০১৮-এ স্বপন ভট্টাচার্য নৌকা প্রতীক নিয়েই বিজয়ী হন। এবারও নৌকা পেয়েছেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। তবে এবার তিনি প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জেলা কৃষক লীগের সহসভাপতি যশোর শহরের বহুল পরিচিত একটি বিপণিবিতানের মালিক এস এম ইয়াকুব আলীকে। মনিরামপুর আওয়ামী লীগের একটি অংশকে সঙ্গে নিয়ে রীতিমতো তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন নৌকার প্রার্থী স্বপন ভট্টাচার্যকে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর