মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
ঈগলের ডানার ঝাপটায় দুলছে নৌকা

নৌকায় ঈগলের ছোবল

নিজস্ব প্রতিবেদক, সিলেট

নৌকায় ঈগলের ছোবল

সিলেট-৬ আসনে গত তিন জাতীয় সংসদ নির্বাচন থেকে দলের মনোনয়ন চেয়ে আসছিলেন কানাডা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হোসেন। কিন্তু তিনবারই দলীয় মনোনয়নবঞ্চিত হন তিনি। সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ওপর আস্থা রেখে তাঁর হাতেই তুলে দেওয়া হয় নৌকা প্রতীক। এবার মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা দেন সরওয়ার। পছন্দের প্রতীক হিসেবে নির্বাচন কমিশন থেকে বরাদ্দ পান ঈগল। ভোটের মাঠে ঈগলের ছোবলে বিপর্যস্ত হওয়ার অবস্থা নৌকার।

দলীয় মনোনয়ন না পেলে এবার স্বতন্ত্র প্রার্থী হওয়ার আভাস আগেভাগেই দিয়ে রেখেছিলেন সরওয়ার হোসেন। তাই দলীয় প্রার্থী হিসেবে নুরুল ইসলাম নাহিদের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে তিনি স্বতন্ত্র হিসেবে নির্বাচন করার ঘোষণা দিতে দেরি করেননি। আর ঈগল প্রতীক নিয়ে মাঠে নেমেই বাজিমাত অবস্থা। যেখানেই যাচ্ছেন সাধারণ মানুষের পাশাপাশি আওয়ামী লীগের নেতা-কর্মীদের কাছ থেকে ব্যাপক সাড়া পাচ্ছেন তিনি। দলের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ দীর্ঘদিন ধরে এলাকার উন্নয়ন ও জনসাধারণের কাছ থেকে দূরে ছিলেন এমন অভিযোগ ছিল আসনটির সাধারণ মানুষের মধ্যে। করোনা ও বন্যার সময়ও  তিনি এলাকায় তেমন যাননি বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে তাঁর আসনভুক্ত গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারের মানুষের মধ্যে ছিল ক্ষোভ। অন্যদিকে নির্বাচনি প্রচারণা চালিয়ে যাচ্ছেন নুরুল ইসলাম নাহিদ। সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা ভোটারদের কাছে তুলে নিয়মিত তুলে ধরছেন এই জনপ্রতিনিধি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর