শিরোনাম
মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

উন্নয়ন নিয়ে নৌকা খুঁত নিয়ে ছুটছে ঈগল

কুমিল্লা প্রতিনিধি

উন্নয়ন নিয়ে নৌকা খুঁত নিয়ে ছুটছে ঈগল

কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন। আসনটিতে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের ইউসুফ আবদুল্লাহ হারুন ও উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের জাহাঙ্গীর আলম সরকার। এ আসনে নৌকা ও ঈগল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা মনে করেন। এখানে উন্নয়নের ফিরিস্তি নিয়ে প্রচারণায় ছুটছেন নৌকার প্রার্থী। অপরদিকে নৌকার প্রার্থীর বিগত সময়ের কাজের খুঁত নিয়ে নির্বাচনি মাঠে রয়েছেন ঈগল প্রতীকের প্রার্থী। নৌকা প্রতীকের ইউসুফ আবদুল্লাহ হারুনের সমর্থকদের দাবি, তাদের প্রার্থী হামলা মামলা দিয়ে কাউকে হয়রানি করেননি। বৃহৎ উপজেলায় স্মরণকালের উন্নয়ন করেছেন। তাই মানুষ তাঁকে সমর্থন জানাবে। ঈগল প্রতীকের সমর্থকদের দাবি, জাহাঙ্গীর আলম সরকার কুমিল্লা উত্তর জেলার দীর্ঘদিন সাধারণ সম্পাদক ছিলেন, বর্তমানে উপদেষ্টা। তাঁর ছেলে আহসানুল আলম কিশোর উপজেলা চেয়ারম্যান। মুরাদনগরে তেমন উন্নয়ন কাজ হয়নি, অধিকাংশ সড়ক ভাঙা। এ ছাড়া নেতা-কর্মীদের মূল্যায়ন না করা ও চাঁদাবাজির অভিযোগ রয়েছে প্রতিপক্ষের নেতাদের বিরুদ্ধে। তাই পরিবর্তনের জন্য মানুষ তাদের ভোট দেবে।  উল্লেখ্য, এখানে জাতীয় পার্টির আলমগীর হোসেন, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-ন্যাপের ফোরকান উদ্দিন, কৃষক শ্রমিক জনতা লীগের বশির আহম্মদ, জাকের পার্টির বেনজির আলম অনন, বাংলাদেশ তরীকত ফেডারেশনের মনিরুজ্জামান, গণফ্রন্টের মোহাম্মদ শরিফুল আলম চৌধুরী, বাংলাদেশ কংগ্রেসের আমিনুল ইসলাম, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের বাছির মিয়া ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সাজ্জাদুল হোসাইন নির্বাচন করছেন।

সর্বশেষ খবর