মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই নেতা

ফরিদপুর প্রতিনিধি

হাড্ডাহাড্ডি লড়াইয়ে দুই নেতা

এবার সংসদ নির্বাচনে ফরিদপুর-৩ (সদর) আসনের আলোচিত দুই প্রার্থীই নবাগত। একদিকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে লড়ছেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক। অন্যদিকে রয়েছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ। যার কারণে ক্ষমতাসীন দলটির বেশির ভাগ নেতাই দুই ভাগে বিভক্ত হয়ে প্রচারণায় নেমেছেন। অবশ্য এ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম), বাংলাদেশ কংগ্রেস, বাংলাদেশ সুপ্রিম পার্টি ও স্বতন্ত্র প্রার্থীর প্রচার-প্রচারণা চোখে পড়েনি। একাধিক ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, এবারের নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে আওয়ামী লীগের। হাড্ডাহাডি যুদ্ধের পর সামান্য ভোটের ব্যবধানে হারজিত নির্ধারিত হবে। পঁচাত্তর-পরবর্তী সময়ে বঙ্গবন্ধু হত্যার বিচার চাইতে গিয়ে শামীম হক জেল-জুলুমের শিকার হয়েছেন। ফলে বাধ্য হয়েই তিনি দেশ ছাড়েন। দীর্ঘদিন বিদেশে থাকার পর শেখ হাসিনার নির্দেশে তিনি দেশে ফিরে আসেন। এরপর আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয়  হন।  গত বছর তাঁকে ফরিদপুর জেলা আওয়ামী লীগের দায়িত্ব দেওয়া হয়। বিভিন্ন কাজে তিনি অকাতরে দান করেছেন। এলাকার উন্নয়নে তিনি বেশ প্রশংসিত। তাঁর ব্যক্তিগত উদ্যোগে একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়াম তৈরির কাজ চলছে। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ছিলেন। বর্তমানে উপদেষ্টা। দানবীর হিসেবে তাঁরও বেশ পরিচিতি রয়েছে।

সর্বশেষ খবর