মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

লড়াই হবে নৌকা আর ঈগলে

টাঙ্গাইল প্রতিনিধি

লড়াই হবে নৌকা আর ঈগলে

টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন পেশাজীবী নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি বীর মুক্তিযোদ্ধা ডা. কামরুল হাসান খান। মনোনয়নবঞ্চিত হয়েছেন বর্তমান এমপি আতাউর রহমান খান। তিনি এ আসনে প্রার্থী হননি। তবে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তাঁর ছেলে এ আসনের দুবারের সাবেক এমপি আমানুর রহমান খান রানা। তাঁর নির্বাচনি প্রতীক ঈগল। নির্বাচনে মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হবে আওয়ামী লীগ প্রার্থী ডা. কামরুল হাসানের নৌকা প্রতীকের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী রানার ঈগল প্রতীকের মধ্যে। এ আসনে আওয়ামী লীগ, স্বতন্ত্র প্রার্থী, জাপা ও বিএনএম প্রার্থী ভোটের মাঠে প্রচারণায় থাকলেও প্রচার-প্রচারণায় নেই সাম্যবাদী দল ও এনপিপির প্রার্থী। পদবঞ্চিত উপজেলা আওয়ামী লীগের একটি অংশ স্বতন্ত্র প্রার্থী আমানুর রহমান খান রানার পক্ষে কাজ করছে। তাছাড়া খান পরিবারের কিছুটা আধিপত্যও রয়েছে। রানার নির্বাচন সমন্বয়কারী আনেহলা ইউপি চেয়ারম্যান তালুকদার শাহজাহান বলেন, নৌকা প্রতীকের সমর্থকরা ইতোমধ্যে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিস ভাঙচুর করেছে এবং বিভিন্ন সময় হামলার ঘটনা ঘটাচ্ছে। আওয়ামী লীগের প্রার্থী ডা. কামরুল হাসান খান এ আসনে নতুন মুখ। উপজেলা আওয়ামী লীগ তাঁর পক্ষে কাজ করছে। তাঁর ভাই বিশিষ্ট নাট্যকার মামুনুর রশিদ সাংস্কৃতিক অঙ্গনের তারকাদের নিয়ে নৌকার পক্ষে ভোট প্রার্থনা করছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর