মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

পরিবর্তনের হাওয়ায় বেকায়দায় মানিক

সুনামগঞ্জ প্রতিনিধি

পরিবর্তনের হাওয়ায় বেকায়দায় মানিক

সুনামগঞ্জ-৫ আসনে ‘আর নয় পুরাতন, এবার চাই পরিবর্তন’ স্লোগান নিয়ে ভোটের মাঠ সরগরম করে রেখেছেন স্বতন্ত্র প্রার্থী শামীম আহমদ চৌধুরী। নবাগত প্রার্থী শামীমের তৎপরতায় অনেকটাই বেকায়দায় চারবারের এমপি নৌকার মুহিবুর রহমান মানিক। শামীম নির্বাচনি প্রচারণায় সামনে নিয়ে আসছেন ছাতক ও দোয়ারাবাজার উপজেলার রাস্তাঘাটের বেহাল অবস্থার বিষয়টি। নির্বাচিত হলে প্রতিটি রাস্তাঘাট সংস্কারের প্রতিশ্রুতি দিচ্ছেন ঈগলের প্রার্থী। প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে দেশে-বিদেশে বাড়ি-গাড়ি আর বিপুল অর্থ সম্পত্তি করার অভিযোগ এনে তিনি বক্তৃতা দিচ্ছেন নির্বাচনি সভা-সমাবেশে। জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শামীম নিজেকে সর্বসাধারণের প্রার্থী দাবি করে বিরোধী ভোটারদেরও কাছে টানার চেষ্টা চালাচ্ছেন।

অন্যদিকে, উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকায় ভোট চাইছেন বর্তমান এমপি ও নৌকার প্রার্থী মুহিবুর রহমান মানিক। তাঁর তিন যুগের রাজনৈতিক প্রতিপক্ষ পরিবারের সদস্য শামীমকে একহাত নিয়ে বলছেন, তাঁকে নির্বাচিত করলে এলাকায় সন্ত্রাসের রাজত্ব কায়েম হবে। অন্যদিকে শামীমকে ঠেকাতে ভোটের মাঠে মরিয়া হয়ে কাজ করছে নিজ অনুসারী স্থানীয় সরকারের সাবেক ও বর্তমান জনপ্রতিনিধিরা। দিন যত গড়াচ্ছে এখানে নির্বাচনি পরিবেশ ততই উত্তপ্ত হচ্ছে। এলাকার সর্বত্রই আলোচনা হচ্ছে ভোট নিয়ে।

সর্বশেষ খবর