মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

নৌকা-ঈগলের লড়াই

বাগেরহাট প্রতিনিধি

নৌকা-ঈগলের লড়াই

বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে এবার আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বর্তমান এমপি পবিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপমন্ত্রী হাবিবুন নাহারের সঙ্গে ভোটের মাঠে লড়াই জমিয়ে তুলেছেন দলটির মনোনয়নবঞ্চিত বিদ্রোহী ঈগল পাখি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইদ্রিস আলী। মোংলা বন্দর ও শিল্পাঞ্চলভিত্তিক এ আসনটিতে সাতজন প্রার্থী ভোটের মাঠে থাকলেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে নৌকা ও ঈগল প্রতীকের। খুলনা সিটি মেয়র তালুকদার আবদুল খালেকের স্ত্রী বর্তমান এমপি উপমন্ত্রী হাবিবুন নাহার অষ্টম জাতীয় সংসদ থেকে টানা চারবারের এমপি। এলাকায় ব্যাপক জনপ্রিয় এই এমপি এবার নিজ দলের বিদ্রোহী প্রার্থীর সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতার মধ্যে পড়েছেন। জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. ইদ্রিস আলী দলের মনোনয়নবঞ্চিত হয়ে ঈগল প্রতীকের প্রার্থী হয়ে ভোট জমিয়ে তুলেছেন। হাবিবুন নাহারের পক্ষে দুই উপজেলা চেয়ারম্যান ও পৌরসভার মেয়রসহ আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অধিকাংশ নেতা-কর্মী, ছয়জন ইউপি চেয়ারম্যান থাকলেও তাঁর বিপক্ষে শক্ত অবস্থান নিয়েছেন অন্য ১০ জন ইউপি চেয়ারম্যান। এ আসনে জাতীয় পার্টি, জাসদ, তৃণমূল বিএনপি, বিএনএম ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী থাকলেও মাঠে তাঁদের তেমন কোনো প্রচার-প্রচারণা না থাকায় আওয়ামী লীগের ভোটব্যাংক এখন দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে। সংঘাতও হচ্ছে।

সর্বশেষ খবর