বুধবার, ৩ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

জমে উঠেছে নৌকা-ট্রাকের ভোটযুদ্ধ

গাজীপুর প্রতিনিধি

জমে উঠেছে নৌকা-ট্রাকের ভোটযুদ্ধ

গাজীপুরের শ্রীপুর উপজেলা ও গাজীপুর সদর উপজেলার তিনটি ইউনিয়ন নিয়ে গঠিত গাজীপুর-৩ আসন। এখানে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন প্রয়াত আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট মো. রহমত আলীর মেয়ে সংরক্ষিত নারী আসনের এমপি রুমানা আলী টুসী। আর বর্তমান সংসদ সদস্য ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এবার মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচনে মাঠে রয়েছেন। আওয়ামী লীগের নৌকা আর স্বতন্ত্র প্রার্থীর ট্রাক প্রতীকের প্রচার প্রচারণায় গোটা নির্বাচনি এলাকা এখন সরগরম। সব মিলিয়ে জমে উঠেছে নৌকা আর ট্রাকের মধ্যে ভোটের লড়াই। রুমানা আলী টুসীর পিতা অ্যাডভোকেট মো. রহমত আলী এ আসনে ১৯৯১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীও। বার্ধক্যজনিত কারণে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন চাননি তিনি। মনোনয়ন চেয়েছিলেন তাঁর ছেলে জামিল হাসান দুর্জয় কিন্তু আওয়ামী লীগ থেকে তাকে মনোনয়ন দেওয়া হয়নি। ওই নির্বাচনে আওয়ামী লীগ থেকে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে বিজয়ী হন। রুমানা আলী টুসী তার ভাই জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জামিল হাসান দুর্জয়কে সঙ্গে নিয়ে দিনরাত মাঠে কাজ করছেন। বাবার জনপ্রিয়তা ও তখন এলাকার উন্নয়ন কাজের কথা ভোটারদের সামনে নিয়ে আসছেন। আর স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ বিগত পাঁচ বছরে এ এলাকায় ব্যাপক উন্নয়নের কথা তুলে ধরে এবারও ভোট চাইছেন।

সর্বশেষ খবর