শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা
শেষ মুহূর্তের উত্তেজনা

আওয়ামী লীগের তিন নেতার ভোটযুদ্ধ

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের তিন নেতার ভোটযুদ্ধ

ঢাকা-৫ আসনে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। এ লড়াইয়ে রয়েছেন আওয়ামী লীগের তিন নেতা। একজন দলীয় প্রতীক নৌকা নিয়ে লড়ছেন, আরও দুজন ট্রাক ও ঈগল নিয়ে ভোট প্রার্থনা করছেন। ঢাকার প্রবেশদ্বার যাত্রাবাড়ী, ডেমরা ও কদমতলী থানার আংশিক নিয়ে গঠিত এ আসন। এ আসনে নৌকার মনোনয়ন পেয়েছেন যাত্রাবাড়ী থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ মুন্না। মনোনয়নবঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন সাবেক এমপি হাবিবুর রহমান মোল্লার ছেলে, ডেমরা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মোল্লা সজল এবং স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি কামরুল হাসান রিপন। এ আসনে এবার ১২ জন প্রার্থী হয়েছেন। নানা প্রতিশ্রুতির ফুলঝুরিতে চলছে সবার প্রচার-প্রচারণা। তবে আওয়ামী লীগের তিন নেতা ছাড়া অন্য কোনো প্রার্থীর তেমন প্রচার-প্রচারণা নেই।  এ এলাকার বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলে দেখা গেছে, নানা উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে চলছে প্রচার কার্যক্রম। স্থানীয়রা বলছেন, ঢাকা-৫ আসনে ১২ জন প্রার্থী হলেও নৌকা, ট্রাক ও ঈগল প্রতীকের প্রার্থীর মধ্যে ত্রিমুখী লড়াই হবে।

সর্বশেষ খবর