শুক্রবার, ৫ জানুয়ারি, ২০২৪ ০০:০০ টা

ভোটের মাঠে নতুন সমীকরণ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ভোটের মাঠে নতুন সমীকরণ

সিলেট-৫ আসনে নির্বাচনের শুরুতে নৌকার প্রধান চ্যালেঞ্জ ছিল স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীরের ট্রাক প্রতীক। কিন্তু সময়ের সঙ্গে ভোটের মাঠে দৃশ্যপট পরিবর্তন হতে থাকে। শুরুতে নৌকার পালে বেশ ভালো হাওয়া লাগলেও দলের একাংশের নেতা-কর্মী মাওলানা হুছাম উদ্দিনের পক্ষে প্রচারণা চালানোয় তৈরি হয়েছে নতুন সমীকরণ। শুরুতে যারা নৌকার যাত্রী ছিলেন, তাদের অনেকেই মাঠে নামেন কেটলি হাতে। ফলে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে সিলেট-৫ আসনে। আর আওয়ামী লীগের একাংশের সমর্থন ও ব্যক্তি ইমেজ কাজে লাগিয়ে ভোটার টানার চেষ্টা করছেন ড. আহমদ আল কবীর। ফলে মাসুক উদ্দিনের নৌকা, হুসাম উদ্দিনের কেটলি ও কবীরের ট্রাকের মধ্যে শক্ত প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে। ভোটারদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ায় এবার নৌকার জয় প্রায় নিশ্চিত ছিল।  কিন্তু শুরুতেই দলীয় প্রার্থীকে চ্যালেঞ্জ জানিয়ে স্বতন্ত্র হিসেবে প্রার্থিতা ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ড. আহমদ আল কবীর। তিনি প্রার্থী হওয়ায় শুরু থেকে দলের একাংশের নেতা-কর্মী তাঁর পক্ষে প্রচারণায় নামেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর